সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার শেষ হবে হজের নিবন্ধন 

 
নিজস্ব প্রতিবেদক : এবার বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী মঙ্গলবারের (৭ জুন) মধ্যেই তাদের নিবন্ধন করতে হবে।রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ জুনের (মঙ্গলবার) মধ্যে পবিত্র হজ পালনকারীদের নিবন্ধন শেষ করার জন্য বলা হয়েছে।

haj

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০ হাজার টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০ হাজার ৭৫২ টাকা ব্যাংকে জমা দিতে হবে। চলতি বছর হজযাত্রীর সংখ্যা এক লাখ ১ হাজার ৭৫৮ জন অতিক্রম করলে নিয়ম মতো তারা অপেক্ষমাণ তালিকায় থাকবেন ও পরবর্তী বছরে তারা হজে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১০ সেপ্টেম্বর সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।আনোয়ার হোসেন আরও বলেন, ১৮ বছরের নিচে যাদের বয়স ও যাদের জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে তারা প্রাক-নিবন্ধন করতে পারবেন।

এছাড়া প্রাক-নিবন্ধনে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এমআরপি পাসপোর্ট ও মোবাইল ফোন নম্বর বাধ্যতামূলক করা হয়েছে বলে তিনি জানান।
দেশের প্রতিটি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি, ঢাকার আশকোনায় হজ অফিস পরিচালকের কার্যালয়ে প্রাক-নিবন্ধন করা যাবে। হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি নিবন্ধন করতে পারবেন।
এর আগে বেসরকারি পর্যায়ে হজ পালনের জন্য সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় ৩০ মে থেকে বাড়িয়ে ৭ জুন করা হয়।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় ১১ মাসে ৭ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার

সাভারে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: পররাষ্ট্র উপদেষ্টা

সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: মির্জা ফখরুল

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

বাংলাদেশে শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব মমতার

নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার : ড. ইউনূস

ইসবগুলের এই উপকারিতা জানতেন?

ভক্তদের আর্মি সম্বোধন করায় আইনি বিপাকে আল্লু অর্জুন