শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুস্তাফিজকে নিয়ে সতর্ক বিসিবি সভাপতি

Mustafizস্পোর্টস ডেস্ক : গত কয়েকটি মাস ধরে টানা ক্রিকেট খেলার মধ্যে আছেন বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগামী ১০ জুন থেকে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলার কথা আছে বাঁহাতি এই পেসারের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপএল) থেকে পুরনো হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে দেশে ফিরছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে মুস্তাফিজের ইংলিশ কাউন্টি লিগে খেলতে কোনো রকম বাঁধা নেই বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

হ্যামস্ট্রিং ইনিজুরি থেকে শতভাগ সুস্থ না হলে মুস্তাফিজকে সাসেক্সে খেলতে দিয়ে কোনো রকম ঝুঁকি নেয়া হবে না। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মুস্তাফিজের ইনজুরি আর সাসেক্সে খেলা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আসল জিনিসটা হচ্ছে মুস্তফিজের ফিটনেস। বিশেষ করে প্রধান কোচ মনে করেন, ও কাউন্টি ক্রিকেটে খেললে আমাদের জন্য ভালো। সামনে আমাদের ইংল্যান্ডে খেলা আছে। ও যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা আমাদের কাজে আসবে। তবে সবার আগে মুস্তাফিজের ফিটনেস। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে ওর (মুস্তাফিজ) ফিজিক্যাল কন্ডিশন ততোটা ভালো না। তাই আমরা ওকে খেলানোর ব্যাপারে খুব একটা ঝুঁকি নেব না। যদি ফিট থাকে তাহলে ও খেলতে যেতে পারবে।’

আইপিএলের নবম আসর মাতিয়ে গত সোমবার ঢাকায় ফিরে আসেন মুস্তাফিজ। বর্তমানে ছুটি কাটাতে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন এই বাঁহাতি কাটার মাস্টার। তবে মুস্তাফিজ সাতক্ষীরায় আরো চার-পাঁচদিন অবস্থান করবেন। তারপর ঢাকায় ফেরার পর তার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবির ফিজিও ও চিকিৎসকরা।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুস্তাফিজ এখন আপাতত বিশ্রামে আছে। চার-পাঁচ দিন পর সে ঢাকায় আসবে। আবার তার বিষয়টি মূল্যায়ন করা হবে। এরপর ওকে একটা প্রোগ্রামে দেয়া হবে। তাই পরবর্তী মূল্যায়নের আগে তার ব্যাপারে সঠিক করে বলাটা খুবই কঠিন হবে। তবে ১০ দিন সময় তো লাগবে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা