মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘সুপ্রিম কোর্টে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, নিম্ন আদালতে আছে’

bicharpori20160605132037নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, বাজেট নিয়ে সুপ্রিম কোর্টের কোনো ধরনের সমস্যা নেই। যখন যা চাই তাই পাই। তবে নিম্ন আদালতে সমস্যা আছে। রোববার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্ট মাজার মসজিদের পাশ থেকে তিন নেতার মাজার পর্যন্ত সংযোগ সড়ক (ন্যায় সরণি) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্টে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই। যখন যা চাই তাই পাই। তবে নিম্ন আদালতে সমস্যা আছে।’ রাষ্ট্রের নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সুসম্পর্ক আছে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি। এ সময় নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক কেমন জানতে চাইলে বলেন, ‘খুব ভালো, খুব ভালো ও খুব ভালো।’

সুপ্রিম কোর্ট সড়কভবন এবং শিশু একাডেমিকে সুপ্রিম কোর্টের বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। এর মধ্যে সড়কভবন সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিলেও শিশু একাডেমি বুঝিয়ে দেয়া হয়নি। শিশু একাডেমি ভবন কবে নাগাদ উদ্ধার করা হবে জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘আইন মোতাবেক সব হবে। বাড়াবাড়ি করছি না।’

নতুন সড়ক নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এ সড়কটি বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীদের জন্য। বিচারকদের জন্য নয়। আমরা সুপ্রিম কোর্টে আইনজীবী-বিচারক সবাই সুন্দরভাবে সুসম্পর্ক রেখে কাজ করছি।’

সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সহ-সভাপতি ফাহিমা নাসরীন মুন্নী, বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শম রেজাউল করিম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

৫ জনকে বোকা বানিয়ে মেসির অসাধারণ গোল

ইয়েমেনি গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে ডুবে গেল জাহাজ

সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯২

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার

ঋতুপর্ণাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ইসলাম গ্রহণ করলেন জাপানি পর্ন তারকা

৩ বিদ্রোহী নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিলেন জিএম কাদের

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধান উপদেষ্টার