সিঙ্গাপুরে সোমবার থেকে রোজা শুরু
নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে আগামীকাল (সোমবার) থেকে রমজান শুরু হচ্ছে। রবিবার ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জ্যোতির্বিদ্যা গণনার হিসেবে ব্রুনাই দারুসসালাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ধর্মবিষয়ক মন্ত্রীদের অনানুষ্ঠানিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের মুফতি ড. মোহাম্মদ ফাতরিস বাকারাম বলেন, আমি আশা করবো, বরকতময় রমজান মাসটি সিঙ্গাপুরের প্রত্যেক মুসলমান গ্রহণ করবেন। তিনি বলেন, এই বরকতময় মাসে বন্ধুত্ব জোরদার, শক্তিশালী পারিবারিক বন্ধন গড়ে তোলা, সময়মতো সেহেরি খাওয়া সম্পাদন এবং পরিবারের সবাই একসঙ্গে তারাবির নামাজ আদায়ের সুযোগে নিন।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া