সোনাগাজীতে গোলাগুলিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজী থানার চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রিসাইডিং অফিসারসহ আহত হয়েছেন সাতজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।