ইয়েস, উচ্চাভিলাষী
নিজস্ব প্রতিবেদক : ‘ইয়েস, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী; ইয়েস, উচ্চাভিলাষী’- এভাবেই ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে অর্থমন্ত্রী মনে করেন, নতুন অর্থবছরে রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। এ জন্য আগামী মাস থেকেই রাজস্ব আদায়ে বিশেষ কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনাতয়নে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চলতি অর্থবছরের আমরা রাজস্ব আদায়ে কিছু নিম্নমুখী। তবে তার আগের বছরে আমরা বেশ ভালো রাজস্ব আদায় করেছি। গত সাত বছরের রাজস্ব আদায়ের সক্ষমতা অনেক বেড়েছ। উপজেলা পর্যায়ে অফিস করেছি, কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। তাই আগামী বছরে আমরা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব।’
সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী বাজেট নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র সমালোচনা করেন। এর পরপরই অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করার আহ্বান জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবারের বাজেটে জিডিপির ১৭ দশমিক ৪ শতাংশ এবং মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ৪২ হাজার কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৪ শতাংশ। এতে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।