মা হচ্ছেন কারিনা!
বিনোদন ডেস্ক : কারিনা-সাইফের ঘরে কি সন্তান আসছে- এমনই এক কৌতুহল মেশানো প্রশ্ন ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়। এই বছরের শেষেই নাকি ছোট নবাব সাইফ আলি খান এবং বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।
বর্তমানে লন্ডনে অবস্থান করছেন সাইফ-কারিনা। ছুটি কাটানোর উদ্দেশ্যে সেখানে গেছেন বলা হলেও মিডিয়ায় খবর এসেছে কারিনার বিশেষ বিশ্রামের জন্যই নাকি লন্ডনে গেছেন তারা। তবে নবাব পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য আসেনি। কিছুদিন হলো কারিনা কাপুরকে গাঢাকা পোশাকে দেখা যাচ্ছে বলেই তিনি অন্তঃসত্ত্বা এমন জল্পনা বেগবান হয়েছে। সত্যিই সাইফিনার সংসারে নতুন সদস্য আসছে কিনা সেটা জানার জন্য আপাতত অপেক্ষাই করতে হবে।