সৌদিতে ১৪ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ প্রদেশে শিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশের ওপর হামলায় অভিযুক্ত ১৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
অভিযুক্তদের একজন আইনজীবী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আরো ৯ জনকে ৩ থেকে ১৫ বছরের কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।উল্লেখ্য, ২০১১ সালে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের সময় হামলা চালিয়ে পুলিশ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে ওই দণ্ড দেওয়া হয়েছে।