রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে শতভাগ ভোটেও আওয়ামীলীগ পেল শূন্য

Up Electionআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে কাস্ট হয়েছে শতভাগ ভোট। এই ফলাফল হয়েছে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ওই কেন্দ্রের মোট ভোটার ১৯০০। সব ভোটই পড়েছে চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদের বাক্সে। তবে সংরক্ষিত নারী সদস্য পদে ভোট কাস্ট দেখানো হয়েছে এক হাজার। শুধু এই ফলাফলের কারণেই নয় শহরতলীর এই ইউনিয়নের নির্বাচন, ফলাফল আলোচিত হয়ে উঠেছে আরো নানা কারণে। এই ইউনিয়নে নৌকার হয়েছে শোচনীয় পরাজয়। এক কেন্দ্রে নৌকার বাক্সে কোনো ভোটই পড়েনি। আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন শূন্য ভোট। বিএনপি প্রার্থীর দশাও একই। মাত্র এক ভোট পেয়েছেন ঐ কেন্দ্রে বিএনপির প্রার্থী। কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদের গ্রামের বাড়ির এই ইউনিয়নে বিএনপি প্রার্থী মো. নাজিম উদ্দিন পেয়েছেন সর্বসাকুল্যে ৪৪ ভোট। হারুন আল রশিদের বাড়ির কেন্দ্র নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী পেয়েছেন মাত্র ১ ভোট। এই কেন্দ্রেই শূন্য ভোট পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। গোটা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নূরুল আমিন পেয়েছেন ১১১৯ ভোট। নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মো. শাহআলম (মোটরসাইকেল) ও মো. নাজমুল হক (আনারস)- এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মো. নাজমুল হক ৮০৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহআলম পেয়েছেন ৬৭৫৫ ভোট। এই ইউনিয়নে ভোটের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এক স্বতন্ত্র প্রার্থীর জয় নিশ্চিত করতে সিলমারার ব্যবস্থা করার অভিযোগ উঠেছে। এই ইউনিয়নেই নৌকার ব্যাজ পরে সিল মারা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর প্রতীকে। প্রথমে একজনকে দলের মনোনয়ন, গোপনে আরেকজনকে সমর্থন দেয়ার মতো জবর খেলার কারণেও ব্যাপক আলোচিত এই ইউনিয়নের নির্বাচন। নির্বাচন পূর্বাপর এই ইউনিয়নটিতে বিরাজ করছে উত্তেজনা। লাগামছাড়া ভোট দেয়ার ব্যবস্থা করার জন্য ঐদিন (২৮শে মে) নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুদ্দিনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. শাহআলম। তিনি তার অভিযোগে বলেন- বিলকেন্দুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট চলাকালে দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈনুদ্দিন বিজিবি সদস্যদের নিয়ে কেন্দ্রে ঢুকেন। ঐসময় সাবেক ভিপি যুবলীগ নেতা হাসান সারোয়ার তার দলবল নিয়ে প্রিজাইডিং অফিসারের কক্ষে ঢুকে ৭টি ব্যালট বইয়ে সিল মারেন। এরপর সেগুলো প্রিজাইডিং অফিসারের কক্ষে রাখা একটি খালি ব্যালট বাক্সের ওপর রেখে তারা কেন্দ্র থেকে বের হয়ে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে অবৈধ ৭ শ’ ব্যালট বাক্সে ঢুকিয়ে দেন। এদিকে ব্যালটে সিল মেরে বহিরাগতরা বের হয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অস্ত্র সহ তাদের ২ জনকে আটক করে। তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তুলে দেয়া হলে তিনি তাদের ছেড়ে দেন। ভোটে সিল মারার সময় ম্যাজিস্ট্রেট পাহারা দেন। তিনি বলেন- আনারসের ব্যালটে সিল মারার খবরে ভোটারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। কেন্দ্র ঘিরে রাখেন। এই পরিস্থিতিতে ১টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকে। তারপরও কেন্দ্রটিতে পড়েছে শতভাগ ভোট। মোট ১৯০০ ভোটের সবই চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের ক্ষেত্রে সমভাবে কাস্ট দেখানো হয়। আর সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের ভোট কাস্ট দেখানো হয় ১ হাজার। জেলা কৃষক লীগের সাবেক সভাপতি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহআলম বলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি নৌকার ভোটে সিল দেয়ার ব্যবস্থা করতেন তাও একটা কথা ছিলো। কিন্তু তিনি সুবিধা পেয়ে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর ভোট ছাপানোর ব্যবস্থা করেছেন। আমি এর প্রতিবাদ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে গুলি করবেন বলে খোঁজাখুঁজি করতে থাকেন। সিন্দুউড়া কমিউনিটি বিদ্যালয় কেন্দ্রেও তাণ্ডব চালিয়েছেন এই ম্যাজিস্ট্রেট। তিনি পুলিশের হাতে থাকা লাঠি নিজ হাতে নিয়ে কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেন। এরপর বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর এজেন্টদের ইস্যুবিহীন ব্যালট পেপার দেন। তারা সেগুলো সিল মেরে বাক্সে ভরতে থাকে। শাহআলম ভোটের দিন দুটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অবৈধ কার্যকলাপের জন্য ব্যবস্থা গ্রহণ এবং ঐ দুটি কেন্দ্রে পুনঃনির্বাচন দাবি করেন কমিশনে দেয়া আবেদনে।
এদিকে আওয়ামী লীগ প্রার্থীর ধসনামা ফলাফল নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। অভিযোগ রয়েছে ভোটের দিন নৌকার ব্যাজ পরে বিভিন্ন কেন্দ্রে আনারস প্রতীকে সিল মেরেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মোটা অঙ্কের রফাদফায় নৌকা বেচে দেয়া হয় বলে চাউর আছে। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে বিলকেন্দুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নূরুল আমিন পেয়েছেন ৭৯ ভোট। বিএনপি প্রার্থী মো. নাজিম উদ্দিন ৩ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. শাহআলম পেয়েছেন ৭৮০ ভোট। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নাজমুল হক পেয়েছেন ১০১৫ ভোট। বড়হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৫ ভোট, ধান ১৯, মোটরসাইকেল ৪০৯, আনারস ১২২৮ ভোট, ছোটহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১০৪, ধান ৫, মোটরসাইকেল ৮২৫, আনারস ৩১৩ ভোট, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা শূন্য ভোট, ধান ১, মোটরসাইকেল ২, আনারস ২৮৫১ ভোট, শালগাঁও-কালিসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৭১, ধান ২, মোটরসাইকেল ৯৮৮, আনারস ৭ ভোট, কালিসীমা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮, ধান ১, মোটরসাইকেল ১৬৮০, আনারস ৪ ভোট, পয়াগ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮২, ধান ৪, মোটরসাইকেল ২৮৩ ও আনারস ১৩২২ ভোট, সিন্দুউড়া কমিউনিটি বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ২৫৩, ধান ৬, মোটরসাইকেল ২৮৩ ও আনারস ১৩২২ ভোট, আবদুল হক একাডেমি কেন্দ্রে নৌকা ২৬৭, ধান ৩, মোটরসাইকেল ১৫০৭ ও আনারস ৮ ভোট।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

আ.লীগ নিষিদ্ধে ‘জুলাই রিভাইভস’ কর্মসূচি ঘোষণা

‘আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ’

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত: জয়শঙ্কর

স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত গাড়িচালকের ১৩ বছরের কারাদণ্ড

চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুলের শুনানি ঈদের পর

মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুইজনের

সংবিধানে ৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়: সালাহউদ্দিন আহমেদ

নাসিরনগরে আহলে সুন্নাত ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ’লীগ নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ 

চুমুকাণ্ডের প্রকৃত ঘটনা জানালেন মালাইকা আরোরা

স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত