আবারও কলকাতায় চলন্ত গাড়িতে গণধর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক : আবারও ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত গাড়িতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে কলকাতার সল্টলেকে এ ঘটনা ঘটে। এর আগে, ২০১২ সালে কলকাতার পার্ক স্ট্রিটে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল।
ওই তরুণীর অভিযোগ, অনুযায়ী রাত ১২টা নাগাদ তাকে সল্টলেক থেকে জোর করে গাড়িতে তুলে হয়। এরপর শহরের বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা ধরে ঘুরে ওই গাড়িটি। আর এই সময়ের মধ্যে তাকে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। এরপর সোমবার ভোরে তাকে সেই সল্টলেকেই ফেলে পালায় দুষ্কৃতীরা। পরে তাকে উদ্ধার করেন এক ট্যাক্সিচালক।
এদিকে, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, তরুণীর উপরে শারীরিক নির্যাতন হয়েছে। তাকে নিয়ে দুষ্কৃতীরা ঘুরেছে বিভিন্ন রাস্তায়। তবে ঘটনাটি ঠিক কোথায়, কী ভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে তরুণীর অভিযোগের সত্যতাও।