মুসলিম মেয়েদের জন্য এসেছে বুরকিনি
নিউজ ডেস্ক : বিকিনি মানেই টু-পিস। বিকিনি মানেই শরীরের অবাধ দর্শন। হলিউড, বলিউড, টলিউডের বাজারে বিকিনির দর খোলামেলাতেই। তবে মুসলিম মহিলাদের জন্য এক ধরনের বিকিনি তৈরি করা হয়েছে। তার নাম ‘বুরকিনি’। খবর জিনিউজ।
বাজারে বিভিন্ন ধরনের বিকিনি দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দ্য মনকিনি, দ্য মাইক্রোকিনি, দ্য ত্রিকিনি, দ্য বন্দিনী, দ্য স্ট্রিং বিকিনি, দ্য স্কার্টিনি, দ্য স্লিং বিকিনি। আর এসব বিকিনিতেই শরীর দেখা যাবেই।
তবে বুরকিনি পরলে শরীরের একটা অংশও দেখা যাবে না। তার নাম বুরকিনি।
এটা মুসলিম মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে। বলা যায়, শরীর ঢাকা বিকিনি। বিশেষ করে যারা ‘মুসলিম সুইমার’, তাদের জন্যই এই বিকিনি সব থেকে বেশি প্রচলিত।