সময় বাড়ল হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার
নিজস্ব প্রতিবেদক : হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের টাকা জমা দেয়ার সময় আগামী ৭ জুন পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগের সময় অনুযায়ী টাকা জমা দেয়ার শেষ সময় ছিল ৩০ মে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) মীর মো. নজরুল ইসলাম জানান, অনেকে এখনো হজ প্যাকেজের পুরো টাকা জমা দিতে পারেননি। এজন্য টাকা জমা দেয়ার সময় ৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার সন্ধ্যার পর মন্ত্রী এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন।
প্রাক-নিবন্ধনের পর গত ১৭ মে থেকে শুরু হয় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম। হজ প্যাকেজের টাকা পরিশোধ করে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয় ৩০ মে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোয়াজ্জেমসহ কোটা পূর্ণ হয়।
গত ১১ জানুয়ারি হজ প্যাকেজ অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্যাকেজ-১ এ সরকারি হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয় তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয় তিন লাখ চার হাজার ৯০৩ টাকা। বেসরকারি হজযাত্রীরা প্যাকেজ-২ এর চেয়ে কম টাকা নিতে পারবে না।