স্বামী যখন রিক্সাচালক, বিপাশা তখন যাত্রী
বিনোদন ডেস্ক : নানা রঙ আর ফুল দিয়ে সাজানো একটি রিক্সা চালাচ্চ্ছেন কোট টাই পড়া এক সাহেব, পেছনের আসনে বসে আছেন তার তারকা স্ত্রী। বলিউড দুনিয়ায় এমন ঘটনা আগে কেউ দেখেনি। সম্প্রত সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত কমেডি শো ‘দ্য কাপিল শর্মা শো’-এ বিশেষ অতিথি হিসেবে এমন সাজেই হাজির হয়েছিলেন নব দম্পতি করণ সিং গ্রোভার ও বিপাশা বসু।
বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন বলিউড স্টার বিপাশা ও তার স্বামী করণ সিং গ্রোভার। তাই চমকটাই ছিলো আলাদা। বিপাশার গায়ে হালকা পেস্ট রঙের শাড়ি, সিঁথিতে সিদূর, কপালে টিপ। অন্যদিকে স্বামী করণ সিং গ্রোভার কোট টাই পড়া সাহেব। কিন্তু সবাই অবাক করে দিয়ে নব বিবাহিত স্ত্রীকে রিক্সায় বসিয়ে, তা চালিয়ে মঞ্চে নিয়ে আসলেন।
কপিল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানটির এবারের পর্বটি পুরো মাতিয়ে রেখেছেন বিপাশা করণ দম্পতি। পাশাপাশি ভালোবাসার বিভিন্ন মুহূর্তের কথা এবং বিয়ের সম্পর্কে কিছু মজার তথ্য দিয়েছেন।