মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে গাজীপুরে ৪ জন নিহত

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বজ্রপাতে আজ সোমবার চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় তিন মাছচাষি ও শ্রীপুরে এক কৃষক নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে মুকুন্দ চন্দ্র দাস (৫৫), প্রেমচরণ দাসের ছেলে সুধন দাস (৩৫) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রশনা চন্দ্র দাসের ছেলে নীরব চন্দ্র দাস (৫২) ও শ্রীপুরের কৃষক ইন্নছ আলী।

500x350_66f182d0c76ea3c573787c79b1cf8b40_Thunderd_5

 
জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুব আলম ফারুক মাস্টার ও স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের কাপাইস গ্রামের কৈদ্যার বিলে একটি মাছের খামার করে মাছ চাষ করতেন তিন চাষি মুকুন্দ চন্দ্র দাস, সুধন দাস ও নীরব চন্দ্র দাস। আজ দুপুরে তাঁরা খামারে মাছের খাবার দিতে যান। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তাঁরা পাহারা দেওয়ার জন্য ওই খামারে টিনের তৈরি একটি ছাপড়াঘরে অবস্থান নেন।

 

 

এ সময় হঠাৎ বিকট শব্দে ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। মাছের খামারটি বিলের মাঝে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পায়নি কেউ। বিকেল পর্যন্ত তাঁরা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই ঘরে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাদ বজ্রপাতে তিন মাছচাষি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে শ্রীপুরের বৈরাগীর চালা এলাকার মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ৩টার দিকে বজ্রপাতে কৃষক ইন্নছ আলী মারা যান।

এ জাতীয় আরও খবর