অসুস্থ হয়ে সিএমএইচে স্পিকার শিরীন শারমিন
নিউজ ডেস্ক : স্পিকার শিরীন শারমিন চৌধুরী অসুস্থ। শনিবার রাতে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
সংসদের একটি সূত্র জানিয়েছে, উচ্চ রক্ষচাপজনিত সমস্যায় শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্পিকার। তখন তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
হাসপাতালে পরীক্ষার পর স্পিকারের দেহে সংক্রমণ ধরা পড়ে। জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ জানিয়েছেন, শরীরে কিছু ভাইরাল সংক্রমণ হয়েছে। অবশ্য তা গুরুতর নয়।