ভূমধ্যসাগরে ৭০০ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক :আলান কুর্দির সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আর তার সঙ্গেই ক্রমে জটিল হচ্ছে আফ্রিকার শরণার্থী সমস্যা। সমুদ্রের পাড়ে উল্টে শুয়ে থাকা বছর আড়াইয়ের ওই মৃত শিশুটিকে নিয়ে এক সময় তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। কিন্তু শরণার্থী সমস্যা যে এই কয়েক মাসে একই রকম রয়ে গিয়েছে, তা প্রমাণ করল গত কয়েক দিনে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা। রাষ্ট্রপুঞ্জের তরফে আজ জানানো হয়েছে যে গত তিন দিনে সমুদ্র পেরিয়ে আফ্রিকা থেকে ইউরোপ আসার পথে নৌকা উল্টে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭০০ শরণার্থীর। যাদের মধ্যে রয়েছে ৪০টি শিশু।
রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত কমিশন (ইউএনএইচসিআর) মুখপাত্র কার্লোত্তা সামি সংবাদ সংস্থাকে ফোনে জানিয়েছেন, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার-এই তিন দিনে একের পর এক যাত্রিবোঝাই নৌকা উল্টেছে ভূমধ্যসাগরে। আর তাতে প্রায় পাঁচশোরও বেশি মানুষ নিখোঁজ। যাত্রীদের মধ্যে মাত্র ৪৫ জনের দেহ মিলেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইতালির উপকূলরক্ষী বাহিনী।
ইতালি সরকার জানিয়েছে, গত কয়েক দিনে নৌকা উল্টে সমুদ্রে পড়ে যাওয়া কয়েকশো শরণার্থীকে উদ্ধার করে তারান্তো এবং পোজ্জালিও শহরে রাখা হয়েছে। সেখানেই কিছু শরণার্থী সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এরিতিয়া থেকে ইতালি যাচ্ছিল বছর তেরোর কিদানে। কিন্তু মাঝ পথে ভূমধ্যসাগরেই তাদের নৌকা উল্টে যায়। আর চোখের সামনেই মা আর বোনকে ডুবে যেতে দেখেছে সে। কিদানে জানিয়েছে, এক টানা আট ঘণ্টা সফরের পরে হঠাৎই তাদের নৌকা ফুটো হয়ে যায়। জল ঢুকছে দেখে, প্রথমে তারা গ্লাসে করে জল ফেলে ফেলে নৌকায় জল ঢোকা আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। এক সময় নৌকাটা পুরোপুরি উল্টে যায়। কিদানে জানিয়েছে, মা আর বোনের থেকে তখনই বিচ্ছিন্ন হয়ে যায় সে। ইতালির উপকূলরক্ষী বাহিনী তাকে উদ্ধার করে পাড়ে তোলে।
পর পর তিন দিনের নৌকা দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছে ইতালীয় উদ্ধার বাহিনীও। যাত্রী বোঝাই নৌকাগুলি উল্টে পড়ার ভয়াবহ ছবিও ধরা পড়েছে তাঁদের ক্যামেরায়। ইতালির সংবাদ সংস্থা জানিয়েছে গত সপ্তাহে মোট ৭০টি ডিঙি ও ১০টি নৌকা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিল। ঠিক কত জন শরণার্থী ইউরোপে ঢোকার চেষ্টা করছিল, তা ঠিক মতো জানে না ইতালির সরকারও। তবে নৌকা উল্টোনোর ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করার কথা জানানো হয়েছে।