বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরনো কফিনে অক্ষত দেড়শ বছর আগের মৃতদেহ

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নির্মাণ শ্রমিকরা সম্প্রতি ১৪৫ বছরের পুরনো ব্রোঞ্জের তৈরি একটি কফিন খুঁজে পেয়ে হৈচৈ ফেলে দিয়েছে। তিন মিটার দৈর্ঘের ওই কফিনটিতে সেই সময়কার তিন বছর বয়সী একটি কন্যাশিশুর অক্ষত মৃতদেহ পাওয়া গেছে।

 

2016_05_28_20_59_35_RW2MILWtOhwTzqEFvwrgJ0XTd5AEvA_original

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কফিনে সাদা পোশাক পরানো শিশুটির হাতে একটি গোলাপ মুষ্ঠিবদ্ধ অবস্থায় রয়েছে। এছাড়া শিশুটির সোনালী রঙের চুল এবং ত্বক অক্ষত অবস্থায় রয়েছে। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিকো শহরের উপকণ্ঠে একটি বাড়ির গ্যারেজের তলদেশে কফিনটির সন্ধান পায় নির্মাণ শ্রমিকরা।

 

 

বাড়ির মালিক এরিকা কর্নার বলেন, ‘আমি ইতিমধ্যে বিষয়টি জানতে পেরেছি। শ্রমিকদের একজন আমাকে জানিয়েছে যে তারা মাটি খুঁড়তে গিয়ে সাড়ে তিন ফুট দৈর্ঘের একটি ব্রোঞ্জ-কফিন পেয়েছে। এর সামনের অংশে কাঁচের দুটি জানালা রয়েছে, যার মধ্য দিয়ে শিশুটির ত্বক, দাঁত, চুল ও সাদা পোশাক সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে।’

 

মার্কিন গণমাধ্যম লস এঞ্জেলস টাইমসকে তিনি আরো বলেন, ‘যদিও বিষয়টি এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবুও এ বিষয়ে আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। আমি মনে করি, আমাদের আয়ত্ত্বে থাকা যদি একটি গাছও যদি আপনার সম্পত্তি হয় তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের ওপর পড়ে। আর এটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। আমরা শিশুটির দেহাবশেষ পুনরায় সমাধিস্থ করতে চাই। এজন্য আমাদের দরকার হবে সরকারি অনুমোদন, দরকার হবে ১০ হাজার ডলার অর্থ।’

 

স্থানীয় একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা ইলিশা দেবিই বলেন, ‘আমরা শিশুটির দেহাবশেষ পুনরায় সমাধিস্থ করার জন্য সহযোগিতা করবো।’ তার ফেসবুক পেজে শিশুটির সম্ভাব্য নাম ‘মেরিয়েন্ডা’ বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরো লিখেছেন, ‘সমাধিস্থ করার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা নিতে যাচ্ছি। তবে এর জন্য আমাদের দরকার আর্থিক অনুদান। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি, আগামী মাসের প্রথম সপ্তাহে শিশুটির দেহাবশেষ পুনরায় সমাধিস্থ করতে আমরা সক্ষম হবো।’

এ জাতীয় আরও খবর

শিশুদেরও গোপন কারাগারে রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ!

আতিক, পলক ও সাদেক ফের রিমান্ডে

চিটাগংকে দেড় শ’র আগে থামিয়ে দিলো ঢাকা

ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ, বিচার চলতে বাধা নেই

পাপিয়া সারোয়ারকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা

৯৭তম অস্কার মনোনয়ন ঘোষণা করবেন যারা

এবার কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহযোগিতার আশ্বাস

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

একমাত্র গাড়ি নিয়ে ধুঁকছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব