অবিশ্বাস্য, ছক্কা কেটে এক বানালেন বেন কাটিং(ভিডিও)
স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথম ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল তখন। সানরাইজার্স হায়দরাবাদের বোলার বারিন্দর স্রানের দ্বিতীয় বলটি শট সাইড দিয়ে উড়িয়ে মারেন গুজরাট লায়ন্সের ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। সবাই ধরেই নিয়েছেন নিশ্চিতভাবে ছক্কাই হচ্ছে।
কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল শুক্রবারের এই ম্যাচে হায়দরাবাদের অস্ট্রেলীয় ফিল্ডার বেন কাটিং সবাইকে রীতিমতো বিস্মিত করছেন, সবাইকে অবাক করে দিয়ে একেবারে ছক্কা হতে যাওয়া বলটিকে এক রান বানিয়ে দিয়েছেন অসাধারণ দক্ষতায়।
একেবারেই পাখির মতো উড়ে গিয়ে, ছোঁ-মেরে বলটি ধরে মাঠে ভেতরে পাঠিয়ে দেন। পাশে আরেকজন ফিল্ডার থাকলে তা ক্যাচও হতে পারত।
মাঠে উপস্থিত দর্শকরা তো এমন ফিল্ডিং দেখে হতবাক। ধারাভাষ্যকারও অবাক হয়ে যান। তাঁরাও বলেছেন, ‘সত্যিই অবিশ্বাস্য ফিল্ডিং।’ আসলেও তাই, এমন ফিল্ডিং খুব কমই দেখা যায়।
অবশ্য তা ক্যাচ হলে আরো একটি নতুন মাত্র যোগ হতো। ঠিক সেই সময় আশপাশে কোনো ফিল্ডার না থাকায় এক রান নিতে পেরেছেন ব্যাটসম্যান ফিঞ্চ।
তবু যতটুকু হয়েছে তাই বা কম কি? সে জন্যই ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হয়েছে কাটিংকে।