মুস্তাফিজের ফাইনালে ওঠার উচ্ছ্বাস
স্পোর্টস ডেস্ক : সব কিছুই ঠিকঠাক ছিল। আরেকবার বল হাতে মুস্তাফিজুর রহমানের তোপ দেখার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু খেলা শুরু হওয়ার ঠিক আগে হঠাৎ ভীষণ দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুজরাট লায়ন্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি মুস্তাফিজ। তবে ‘ফিজ’ না খেললেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় ঠিকই পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসের সুবাদে চার উইকেটে জিতে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে মুস্তাফিজের দল।
নিজে খেলতে না পারলেও দলের সাফল্যে উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি বাংলাদেশের কাটার-মাস্টার। খেলাশেষে ওয়ার্নারের সঙ্গে একটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন মুস্তাফিজ। সঙ্গে লিখেছেন, ‘ইয়েস, আমরা ফাইনালে উঠেছি। ডেভিড ওয়ার্নার তুমি অসাধারণ!’
সত্যিই, গুজরাটের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন ওয়ার্নার। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ১৬২ রান তাড়া করতে নেমে ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। সেখান থেকে ৫৮ বলে অপরাজিত ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে যাওয়ার কৃতিত্ব ওয়ার্নারের। অবশ্য ১১ বলে ২৭ রানে অপরাজিত বিপুল শর্মার অবদানও কম নয়। সপ্তম উইকেটে দুজনের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি চার বল হাতে রেখে জয় এনে দিয়েছে মুস্তাফিজদের।
এবার সামনে ফাইনালের চ্যালেঞ্জ। আগামীকাল রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। ওয়ার্নার অবশ্য দলের অন্যতম সেরা অস্ত্রকে নিয়ে আশাবাদী। গুজরাটের মুখোমুখি হওয়ার আগে হায়দরাবাদ অধিনায়ক বলেছিলেন, ‘হ্যামস্ট্রিং চোটের কারণে মুস্তাফিজ দলে নেই। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
ফাইনালে মুস্তাফিজ খেলতে না পারলে হায়দরাবাদেরই বিপদ। মুস্তাফিজের বদলে খেলা ট্রেন্ট বোল্ট তেমন সুবিধা করতে পারেননি। গুজরাট অধিনায়ক সুরেশ রায়নার উইকেট পেলেও চার ওভারে ৩৯ রান দিয়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসার। ফাইনালে তাই ‘ফিজ’কে চাই হায়দরাবাদের।