বরিশালে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক : বরিশালে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রেজা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম জানান, নিহত রেজার দায়ে ধারালো অস্ত্রের দাগ রয়েছে।