১ দিনে ১২ জনের ফাঁসির আদেশ
দেশের বিভিন্ন আদালতে ১ দিনে ১২ জনের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। রংপুরের পীরগঞ্জে আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী হিমেল দাশ সুপেনকে অপহরণের পর হত্যার দায়ে ছয় জনকে মৃত্যুদ- দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। নাটোরে এক শিশু হত্যার ঘটনায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। এর আগে ২০১৫ সালের ১ ডিসেম্বর এক দিনে ৩১ জনকে মৃত্যুদ- দিয়েছিল দেশের বিভিন্ন আদালত।
রংপুরের পীরগঞ্জে এক দশক আগের আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।আসামিদের উপস্থিতিতে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার এই রায় ঘোষণা করেন।দ-িতরা হলেন আনজিলার সহোদর ছোট ভাই আব্দুল মজিদ (২৮), মমিনুল হক (৩১), আরিফুল ইসলাম (২৮), এমদাদুল হক (৩২) ও আনোয়ারুল হক (৩০)। এরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর এলাকার বাসিন্দা বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, আব্দুল মজিদের আপন ভাতিজি নাসিমা বেগমের স্বামী গোলাপ মিয়া খুন হন ২০০৬ সালের শুরুর দিকে। ওই হত্যা মামলার আসামি হলেন মমিনুল হক, আরিফুল ইসলাম, এমদাদুল হক ও আনোয়ারুল হক।
এ মামলার বাদী ছিলেন নিহত গোলাপ মিয়ার বাবা বাচ্চা মিয়া।
ওই মামলার বাদীপক্ষকে উল্টো ফাঁসানোর জন্য আব্দুল মজিদের বোন আনজিলাকে হত্যার ষড়যন্ত্র করে চার আসামি। এজন্য মজিদকে দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা এবং মজিদ তাতে রাজি হয়। পরে পাঁচজন মিলে ২০০৬ সালের ৯ মার্চ রাতে আনজিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানান, আব্দুল মজিদ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার ঘটনা বর্ণনা এবং জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ওই ঘটনায় আনজিলার বড়ভাই আব্দুল বাকি বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে ১০ মার্চ সকালে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ফারুক।পীরগঞ্জ থানার তৎকালীন এসআই আবু আব্দুল্লাহ ২০০৬ সালের ৩১ অগাস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
চট্টগ্রামে পাঁচ বছর আগে এসএসসি পরীক্ষার্থী হিমেল দাশ সুপেনকে অপহরণের পর হত্যার দায়ে ছয় জনকে মৃত্যুদ- দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সেলিম মিয়া বুধবার এই রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি পরীক্ষা দেয় হিমেল। ওই বছর ৮ মে বান্দরবান বেড়াতে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।
তার কোনো খোঁজ না পেয়ে ১১ মে পরিবারের পক্ষ থেকে ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি করা হয়। ১৪ মে বান্দরবানের জঙ্গল থেকে হিমেলের লাশ উদ্ধার করে পুলিশ।
১২ মে প্রকাশিত এসএসসির ফলাফলে হিমেল জিপিএ-৫ পেয়েছিল।
হিমেলের মা পাপিয়া সেন সে সময় বলেছিলেন, পারিবারিক সম্পদ দখলের জন্য তার ছেলেকে হত্যা করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি সে সময় দাবি করেন, হিমেলের কাকা সুনীল দাশ এ হত্যায় জড়িত। সাতকানিয়া উপজেলার ধর্মপুরে হিমেলদের বাড়ি। তার মা পাপিয়া সেন পটিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
হিমেলের বাবা রেলওয়ের সাবেক কর্মকর্তা সুশীল কুমার দাশকেও ২০০৬ সালে সম্পত্তির জন্য হত্যা করা হয় বলে পাপিয়ার অভিযোগ।
নাটোরে এক শিশু হত্যার নয় বছর পর একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
আসমির অনুপস্থিতিতে বুধবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায় বুধবার এ রায় ঘোষণা করেন।
দ-িত সাহারুল ইসলাম (২৯) লালপুর উপজেলার রঘুনাথ গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি আব্দুল হাই বলেন, ২০০৭ সালের ৬ নভেম্বর লালপুর উপজেলার রঘুনাথ গ্রামের মুকরুম আলী সরদারের মেয়ে মোসাদ্দিকা খাতুন মুক্তি (৬) বাড়ির সামনে খেলা করছিল। “এ সময় ওই গ্রামের সাহারুল ইসলাম শালুক তুলে দেওয়ার কথা বলে মুক্তিকে তার বাড়ি নিয়ে যায়। পরে তার কানের স্বর্ণের দুল কেড়ে নিয়ে তাকে গলাটিপে হত্যা করে।”
পিপি বলেন, ওইদিন বিকালে সাহারুলের ঘরের নিচ থেকে মুক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সাহারুল, তার বাবা ও মাকে আসামি করে একটি মামলা করেন মুক্তির বাবা। ২০০৮ সালের ৮ জানুয়ারি পুলিশ এই তিনজনের নামে অভিযোগপত্র দেয়। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।
সাহারুল জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তার বাবার মৃত্যু হয়েছে এবং মাকে খালাস দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।