দুইমন্ত্রীসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন বিশিষ্ঠ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (০৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ঘোষণা করে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক রয়েছেন।আর প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাবে বাংলাদেশ নৌবাহনী।
আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন।