মিরপুরে ক্রিকেটপ্রেমীদের উপর পুলিশের লাঠিচার্জ
ক্রিকেটপ্রেমীদের টিকিট যেন সোনার হরিণ! তা সংগ্রহ করতে রাত থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের অস্থায়ী বুথের সামনে শতশত ব্যক্তি লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু তাদের সেই টিকিটও শেষ হয়ে গেছে। কিন্তু ক্রিকেটপ্রেমীরা তা মানতে নারাজ। একপর্যায়ে টিকেট কাউন্টারে হামলা চালানোর চেষ্টা করে। আর তখনই তাদের উপর পুলিশলাঠিচার্জ করে সরিয়ে দেয়।আজ রোববার বেলা আড়াইটার দিকে মাইকিং করে টিকিট শেষ বলে ঘোষণা দেওয়া হয়। তারপরও টিকিট আছে প্রত্যাশা করে ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকায় তাদের উপর লাঠি চার্জ করে পুলিশ।
টিকিট প্রত্যাশীরা জানান, টিকিটের জন্য রাত থেকে মিরপুর স্টেডিয়াম এলাকায় হাজার হাজার মানুষ ভিড় করে। ইনডোর স্টেডিয়ামের অস্থায়ী বুথ থেকে আজ বেলা ১২ টার পর থেকে টিকিট বিক্রি শুরু হয়। এরপর বেলা আড়াইটার দিকে টিকিট বিক্রি শেষ বলে সেখান থেকে ক্রিকেটভক্তদের সরে যেতে বলা হয়। কিন্তু এসময় টিকিট প্রত্যাশীরা না সরায় তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পল্লী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল বলেন, দুপুর আড়াইটার সময় সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এরপরও কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরে মাইকিং করে তাদেরকে সরে যেতে বলা হয়। কিন্তু তারা সেখান থেকে সরে না গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এরপর তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন, যারা টিকিটি পেয়েছেন তারা স্টেডিয়ামের মূল গেট দিয়ে খেলা দেখার জন্য প্রবেশ করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।