কি সম্পর্ক দীপিকার-ভিন ডিজেলে মাঝে
বিনোদন ডেস্ক : হলিউডের সিনেমায় অ্যাকশন তারকা ভিন ডিজেলের প্রেমিকা চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, এমনটিই জানা ছিল এতোদিন। কিন্তু এখন আবার উলটো কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে দীপিকা নাকি ডিজেলের প্রেমিকা বা প্রাক্তন প্রেমিকা কোনও চরিত্রেই নেই। তাঁর চরিত্র একেবারেই ভিন্ন।
ছবিতে গত বছরের মিস কলম্বিয়া আরিয়াদনা গুটিরেজ থাকছেন ভিন ডিজেলের প্রাক্তন প্রেমিকা চরিত্রে। ওদিকে দীপিকার চরিত্রটির নাম সেরেনা। তবে তাঁর চরিত্রটি কি, সে বিষয়ে এখনও কিছু খোলাসা করেন নি দীপিকা কিংবা সিনেমা সংশ্লিষ্টরা। তবে শোনা গেছে, দীপিকাকে নাকি অ্যাকশন নায়িকা হিসেবে দেখা যাবে সিনেমায়।
আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। পরিচালনা করছেন ডি জে কারুসো।