মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩৫ কিমি যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

 

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর ওপর দুটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

munsinong1456901497

এদিকে সড়ক দুর্ঘটনার ফলে গজারিয়া থেকে কুমিল্লার গৌরীপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে প্রায় ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানবাহন চলাচল এই সড়কে বন্ধ থাকে। সাড়ে পাঁচ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

 

 

যানজটের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। যাত্রীদের মধ্যে অনেককে আবার গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির এটিএসআই তৌহিদুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে মেঘনা-গোমতি সেতুর ওপর দুটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তায় গাড়ি চলাচল না করতে পেরে এই যানজটের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর