নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আশার সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগর উপজেলার ভলাকুট আশার কার্যালয়ে আজ বুধবার হতদরিদ্র মহিলাদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ভলাকুট শাখার আওতাধীন সিজার অপারেশনের জন্য এ সহায়তা প্রদান করা হয়। আশার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন আৃশার ফিল্ড অডিটর মো: ওমর আলী । সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র রবি দাস। অনুষ্টানে আৃশার ফিল্ড অডিটর মো: ওমর আলী জানান, আশার মাঠ পর্যায়ে সদস্য হিসেবে যাদের নিয়ে কাজ করে তাদের অধিকাংশই গরীব,সহায় সম্পদহীন,দারিদ্র্যসীমার নিচে বসবাসকারি নিম্ন মধ্যবিও বা নিম্ন মধ্যবিও শ্রেণীর লোক। অনেক সময় তাদের পক্ষে জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব হয় না। অনেক সময় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিভিন্ন সম্পদ বি্িক্র করে নি:স্ব হতে হয়। সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে। উক্ত তহবিল থেকে টিউমার ,পিওথলির পাথর, চোখের ছানি,হাটুর পেডেলা অপারেশন, বাল্ব পরির্বতনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়,যা অসুস্থতার গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিওিতে দেয়া হয়ে থাকে। আশা ঋণ কর্মসুচীর পাশাপাশি শিক্ষা, স্যানিটেশন, ভার্মি কম্পোষ্ট, ম্যাট্স, কম্পিউটার ট্রেনিং স্কুল, রেমিটেন্সও স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে আসছে।