শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান

Nasirnagar (ASA)Pictureনাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আশার সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগর উপজেলার ভলাকুট আশার কার্যালয়ে আজ বুধবার হতদরিদ্র মহিলাদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ভলাকুট শাখার আওতাধীন সিজার অপারেশনের জন্য এ সহায়তা প্রদান করা হয়। আশার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন আৃশার ফিল্ড অডিটর মো: ওমর আলী । সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র রবি দাস। অনুষ্টানে আৃশার ফিল্ড অডিটর মো: ওমর আলী জানান, আশার মাঠ পর্যায়ে সদস্য হিসেবে যাদের নিয়ে কাজ করে তাদের অধিকাংশই গরীব,সহায় সম্পদহীন,দারিদ্র্যসীমার নিচে বসবাসকারি নিম্ন মধ্যবিও বা নিম্ন মধ্যবিও শ্রেণীর লোক। অনেক সময় তাদের পক্ষে জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব হয় না। অনেক সময় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিভিন্ন সম্পদ বি্িক্র করে নি:স্ব হতে হয়। সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে। উক্ত তহবিল থেকে টিউমার ,পিওথলির পাথর, চোখের ছানি,হাটুর পেডেলা অপারেশন, বাল্ব পরির্বতনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়,যা অসুস্থতার গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিওিতে দেয়া হয়ে থাকে। আশা ঋণ কর্মসুচীর পাশাপাশি শিক্ষা, স্যানিটেশন, ভার্মি কম্পোষ্ট, ম্যাট্স, কম্পিউটার ট্রেনিং স্কুল, রেমিটেন্সও স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী