শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এডিস মশার  জিকা ভাইরাস নিয়ে নতুন শঙ্কা

 

 

আন্তর্জাতিক ডেস্ক : এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে থাকেজিকা ভাইরাসের কারণে যে ‘গিলেইন-বারে সিনড্রোম’ (জিবিএস) নামের ভয়াবহ রকমের স্নায়বিক বৈকল্য বা প্যারালাইসিস দেখা দিতে পারে তার প্রথম প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মেডিকেল সাময়িকী ল্যানসেটে প্রকাশিত নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, ৪২ জন জিকা আক্রান্ত রোগীকে তারা জিবিএসে আক্রান্ত হতে দেখেছেন।

 

9c3ec29d99aa101b0175ee7420c28956-56d552f54ea96
২ বছর আগে ফ্রেঞ্চ পলিনেশিয়ায় জিকা ভাইরাসের আক্রান্তদের ওপর পরীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। জিকার সংক্রমণে ভুগছিলেন, এমন ৪২ জনের রক্তের নমুনা নিয়ে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় দেখা গেছে, ভাইরাস সংক্রমণের প্রায় ৬ দিন পর থেকে তাদের দেহে স্নায়বিক জটিলতা দেখা দিতে শুরু করে। পরে তা ধীরে ধীরে গিলেইন বারে সিনড্রোম বা জিবিএসে রূপ নেয়। গবেষকরা জানান, ৪২ জন আক্রান্তের কেউই মারা যাননি। তবে তাদের অনেকেই বেশ কয়েক মাস ধরে অন্যের সহায়তা ছাড়া হাঁটতে পারেননি।

 
জিবিএস হলো একধরনের স্নায়ুরোগ যা মানুষের পেশীকে দুর্বল করে দেয়। আরো গুরুতর পরিস্থিতিতে ব্যক্তি প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন। তার শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হতে পারে এক্ষেত্রে।
তবে গবেষকদের দাবি, জিকার কারণে সবারই যে জিবিএস হবে তা নয়। এটি জিকা ভাইরাসসৃষ্ট একটি বিরল প্রতিক্রিয়া। গবেষকদের দাবি, প্রতি চার হাজার জিকা আক্রান্তের মধ্যে একজন জিবিএস আক্রান্ত হতে পারেন।

 

 

উল্লেখ্য, এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে থাকে। জ্বর, জয়েন্ট পেইনসহ ছোটখাটো কিছু শারীরিক অসুস্থতা দেখা দেয় এ ভাইরাসের কারণে। আবার তা এক সপ্তাহের কম সময়ের মধ্যে সেরেও যায়। তবে বিপত্তি তৈরি হয় গর্ভবতী নারীদের ক্ষেত্রে। গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হলে মাইক্রোসেফালি তথা বিকৃত ও ছোট মাথা নিয়ে শিশু জন্ম নিতে পারে বলে ধারণা করা হয়। এসব শিশুর বুদ্ধিমত্তার ঘাটতি থাকে, শারীরিক বৃদ্ধি কম হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এতোদিন কেবল মাইক্রোসেফালি নিয়ে ভীতি থাকলেও নতুন গবেষণায় জিবিএস আক্রান্ত হওয়ারও শঙ্কা বেড়েছে।

 

 

বিশ্বের বিভিন্ন দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিনিয়ত বাড়তে থাকায় গত ফেব্রুয়ারির প্রথম দিকে একে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : আসিফ মাহমুদ

গাজায় তিন দিনে নিহত ৭১০

হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার

‘নাগা আমার জন্য রাতে হট চকোলেট, কফি বানায়’

ক্রোয়েশিয়ার কাছে ফ্রান্স, জার্মানির বিপক্ষে হারল ইতালি

বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, জানাল ব্রিটিশ গণমাধ্যম

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২