মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রাবন্তী ঢাকায় আসছেন

 

বিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে শিকারী শিরোনামের চলচ্চিত্র। এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী।৭ মার্চ সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। এ দিন দুপুরে ঢাকায় পৌছাবেন শ্রাবন্তী। এতে যোগ দিতেই ঢাকায় আসছেন এ অভিনেত্রী। মহরত অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত থাকবেন বলেও প্রযোজক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে।

 

Srabanti1456832822

আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হবে এ চলচ্চিত্রের দৃশ্যায়নের কাজ। শাকিব-শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করবেন- মিশা সওদাগর, লিলি চক্রবর্তী, রেবেকা পারভীন, আলেকজান্ডার বো, সুব্রত ও সব্যসাচী চক্রবর্তী।সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর