শরীয়তপুরে গ্যাসের আগুনে পুড়ল দিনমজুরের ঘর
নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরে গ্যাসের আগুনে এক দিনমজুরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের মিরা কান্দ্রি গ্রামে এ ঘটনা ঘটে।সরেজমিনে জানা গেছে, মিরা কান্দি গ্রামের মতলব সরদারের ছেলে কৃষক দিনমজুর কামাল সরদার ভোরে মাটি কাটার কাজে বের হন। তার স্ত্রী মুন্নী বেগম ছোট মেয়ের খাবার তৈরি করার জন্য গ্যাসের চুলা চালু করতে গেলে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। মুন্নি বেগম তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোরকমে ঘর থেকে বের হতে পারলেও ঘরের মালামাল রক্ষা করতে পারেনি। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গ্যাসের আগুনে আশা এনজিও থেকে ঋণ নেওয়া ২৮ হাজার টাকা ও প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কামাল সরদারের স্ত্রী মুন্নী বেগম বলেন, ‘বাচ্চার খাবার তৈরি করার জন্য ভোরে গ্যাসের অটো চুলা চালু করতে গেলে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে শুয়ে থাকা ৫ বছরের ছেলে সিয়াম, ৩ বছরের তাওহিদ ও ১ বছরের মেয়ে তাবাসসুমকে নিয়ে কোনোরকমে ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করি। আগুনে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’
কামাল সরদার বলেন, ‘গতকাল রাতে নতুন করে গ্যাস ভরে আনি। রাতে আর গ্যাসের চুলা জ্বালানো হয়নি। আজ সকালে ইটের ভাটার মাটি জন্য ট্রলারে মাটি কাটতে বাড়ি থেকে বের হয়ে যাই। এর ১ ঘণ্টা পর খবর পাই বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে এসে দেখি সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। জমি রাখার জন্য আশা এনজিও থেকে কিছুদিন আগে ৩০ হাজার টাকা ঋণ আনছিলাম। সেই টাকার কিছু খরচ করার পর বাকি ২৮ হাজার টাকা ঘরে ছিল যা পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ঘরের প্রায় ২ লাখ টাকা পরিমাণ মালামাল পুড়ে গেছে।’