ঝিনাইদহ লাউদিয়া গ্রাম থেকে এক রাতে তিন কৃষকের ১০টি গরু চুরি
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রাম থেকে রোববার রাত তিন কৃষকের ১০টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বত্তরা।চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন।
কৃষক জামাল হোসেন জানান, রাতে চুরি যাওয়া ১০টি গরু গোয়াল ঘরে রাখা ছিল। একদল চোর গোয়াল ঘরে হানা দিয়ে তার ৩টি, মোশাররফ হোসেনের ৪টি ও আনোয়ারুলের ৩টি গরু চুরি করে ট্রাকে তুলে পলিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তিনি গরু চুরির খবর শুনেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।