ক্যাফে জুবলী হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার বাটালি রোড এলাকার ক্যাফে জুবলী হোটেল নামের একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, পচা-বাসি খাবার পরিবেশন এবং ময়দার কাঁচা খামিরের সঙ্গে কাঁচা মাংস সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা আদায় করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
রোববার দুপুরে ম্যাজিট্রেট রুহুল আমীনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, ক্যাফে জুবলী হোটেলে অভিযানে দেখা যায় এই হোটেলের ফ্রিজে কাঁচা পরোটার খামিরের উপর রক্ত জমাট বাঁধা কাঁচা মাংস সংরক্ষণ করা হয়েছে। ফ্রিজের ভেতর এতোই নোংরা যে এটি কখনো পরিষ্কার করা হয়েছে তার কোনো ঠিক নেই। হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাবার দাবার রান্না করা হচ্ছে। হোটেলে বিক্রি হচ্ছে পচা-বাসি খাবার। এসব অপরাধে ক্যাফে জুবলী রেস্টুরেন্টের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।চট্টগ্রাম মহানগরীতে চলমান এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট জানান।