আওয়ামীলীগের ২ মার্চের আগে বিদ্রোহীদের প্রার্থীতা প্রত্যাহার না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা
আশুগঞ্জ প্রতিনিধি ॥ ২ মার্চের আগেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ। ২মার্চের আগে প্রার্থীতা প্রত্যাহার না করা হলে দলী ভাবে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিবে আওয়ামীলীগ।শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে আসন্ন ২২মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের নিয়ে বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া নেয়া হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক কামরুজ্জামান আনসারী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোবারক আলী চৌধুরী, হেবজুল বারী, হাজী মোঃ সাইদুর রহমান, জিয়াউল করিম খান সাজু, মিজানুর রহমান মুন্সী, মোশারফ মুন্সী, শাহিন সিকদার, মতিউর রহমান সরকার, সোহাস দাস চৌধুরী, তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ আবু সামা, যুগ্ম-আহবায়ক কুদ্দুস ভূইয়া, হাজী মোঃ আক্তার হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুর্শেদ মাষ্টার, সাধারন সম্পাদক খলিলুর রহমান, আড়াইসধা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডাঃ মোঃ সেলিম, যুগ্ম-আহবায়ক বাছির মিয়া, শফিকুল ইসলাম, বশির আহমেদ, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ছায়েদ লাল মিয়া, সাধারন সম্পাদক সাইফ উদ্দিন চৌধুরী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ রানা, খাইরুল কবীর, আবুল কাশেম, তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ইদ্রিস হাসান, যুগ্ম-আহবায়ক বাছির মেম্বার, সামসু মিয়াজী, চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আইয়ুব খান, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর সরকার, বন্দর আওয়ামীলীগের সভাপতি শফিকুর ইসলাম, সাধারন সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন, ভাইস চেয়ারম্যান মহিলা ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহানা বেগম, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎনা চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সালাহ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবীর, সভা পরিচালনা করেন এস এম তোফায়েল আলী রুবেল।