ব্রাহ্মণবাড়িয়া সদরে আওয়ামীলীগের সম্ভাব্য ৮৮ চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া : উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামীলীগের ৮৮জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৩টি ইউনিয়নে ৩জন মহিলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে বাসুদেব ইউনিয়নে সর্বোচ্চ ১৬ জন এবং বুধল ইউনিয়নে মাত্র ৩জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় মনোনয়নপত্র দাখিলকারী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেনঃ-
মজলিশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৯জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বর্তমান মেম্বার মোঃ শরীফুল ইসলাম, বর্তমান মেম্বার সুমি আক্তার, আওয়ামীলীগ নেতা নিয়াজ মুহাম্মদ দুলাল, দুলাল হোসেন, জয়নাল আবেদীন, মোঃ শাহআলম, লিয়াকত আলী ও দেওয়ান প্রবীর।
বুধল ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন প্রার্থী। এরা হলেন আবদুল হক, তৈয়বুর রহমান ও আবদুল হামিদ।
তালশহর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৬জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান জায়েদুল কবীর কালাম, সাবেক চেয়ারম্যান গোলাপ খান মানিক, কামাল উদ্দিন সরকার, আওয়ামীলীগ নেতা এনামুল হক ওসমান, আবু বকর সিদ্দিক ও আবুল বাশার।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৬জন প্রার্থী। এরা হলেন বিশিষ্ট ব্যাংকার ফখরে আলম চৌধুরী তাউস, বর্তমান মেম্বার আজাদ হাজারী আঙ্গুর, বর্তমান মেম্বার আনোয়ারা বেগম, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির, আবদুর রশিদ ভূইয়া ও মিজবাহুল হক।
সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৮জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান এ.কে.এম আবদুল হাই, আওয়ামীলীগ নেতা হাজী সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন খান, আবদুল ওয়াহাব, সাইদুজ্জামান ও জুয়েল আহমেদ।
নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৭জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান আবদুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ এলেম খান, মোঃ শাহআলম, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম, আওয়ামীলীগ নেতা নুরুল আমীন ও মোঃ রেহান উদ্দ্নি।
নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ১১জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া, বর্তমান মেম্বার হাফসা বেগম, আওয়ামীলীগ নেতা হালিম শাহ লিল মিয়া, হাবিবুল্লাহ বাহার, কাজী মোবারক হোসেন, মাহফুজ খান, আবু নাছের, মোঃ আমীর হোসেন, আবু কাউছার, হাবিবুর রহমান ও রেজাউল হক।
রামরাইল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৯জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, শাহীন হাজারী, বোরহান উদ্দিন সোহাগ, রহমত আলী হাজারী, শাহীন ভূইয়া বাবু, শাহাদাৎ খান, ইয়াছিন মিয়া ও মফিজুল ইসলাম।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৪জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, আওয়ামীলীগ নেতা শেখ মোঃ নজরুল ইসলাম, জহির উদ্দিন আহমেদ ও ইকবাল হোসেন তালুকদার।
মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৯জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন মুন্সী, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, মোঃ মহব্বত হোসেন চৌধুরী, মামুন ভূইয়া (আবদুল্লাহ), মোঃ জাহাঙ্গীর, মোঃ নোমান চৌধুরী, মোঃ শাহাদাৎ হোসেন, আনোয়ার খান বাবু ও আল আমিন ।
বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬জন প্রার্থী। এরা হলেন বর্তমান চেয়ারম্যান নেছার উদ্দিন শেরশাহ, আওয়ামীলীগ নেতা মোঃ দারুল ইসলাম, এম.এস. জে. খোকন ভূইয়া, মোঃ এম.আলম ভূইয়া মোবাশ্বের, মোঃ সায়েদুর রহমান, আবু নাহিদ সোহাগ, মোঃ হুমায়ূন কবির খোকা, মোঃ আলী ভূইয়া, মোঃ জীবন খান, আবদুল্লাহ আল মামুন, তোফায়েল আহমেদ মোল্লা, আবদুল হাকিম মোল্লা, নূর মোহাম্মদ খলিফা, শাহনেওয়াজ মোল্লা, অ্যাডঃ আবুল কালাম আজাদ ও মোঃ দৌলত খান।