রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে কী করছেন সানি আর অলোকনাথ ?

 
বিনোদন ডেস্ক : ইতিমধ্যেই সেই অ্যাড ফিল্মটি মুক্তি পেয়েছে। যেখানে গ্রামীণ এক মহিলার চরিত্রে দেখা যাচ্ছে সানিকে। আর অলোকনাথ এজন ‘সংস্কারি বাবা’-র চরিত্রে অভিনয় করেছেন। এই দুই অভিনেতা ছাডা়ও অ্যাড ফিল্মটিত দীপক ডোবরিয়াল অভিনয় করেছেন।

 

Sunny-1

আগেই আপনাদের জানিয়েছিলাম সানি লিওনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রবীণ বলিউড অভিনেতা অলোকনাথ। ধুমপান বিরোধী একটি মজার অ্যাড ফিল্ম-এ তাঁদের একসঙ্গে অভিনয় করার কথা ছিল।
এই খবর যাঁরা বিশ্বাস করেছিলেন ভাল, যাঁরা করেননি তাঁদের জন্যও হাতেগরম প্রমাণ রইল। কারণ, ইতিমধ্যেই সেই অ্যাড ফিল্মটি মুক্তি পেয়েছে। যেখানে গ্রামীণ এক মহিলার চরিত্রে দেখা যাচ্ছে সানিকে। আর অলোকনাথ এজন ‘সংস্কারি বাবা’-র চরিত্রে অভিনয় করেছেন। এই দুই অভিনেতা ছাডা়ও অ্যাড ফিল্মটিত দীপক ডোবরিয়াল অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর