চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক কলোনিতে আগুন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনায় সেব কলোনির প্রায় ৩০টি ঘর পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪টি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের অপারেটর সরোয়ার জাহান জানান, অজ্ঞাত উৎস থেকে সিটি করপোরেশনের সেবক কলোনিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে সেবক কলোনির প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি। সিটি করেেরশনের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।