জামদানি প্রতিষ্ঠানের মালিক আটক নির্যাতনে অভিযোগে
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শ্রমিককে ১৯ দিন শিকল দিয়ে হাত-পা বেধে আটক রেখে নির্যাতনের অভিযোগে জামদানি প্রতিষ্ঠানের মালিকে আটক করেছে পুলিশ। এসময় নির্যাতিত শ্রমিক মো. আনসারুল্লাকে (১৪) উদ্ধার করে করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামি আক্তার হোসেনকে আদালতে নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই শাজাহান জানিয়েছেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার মধ্য গোড্ডিমারা গ্রামের মোতালেব হোসেনের ছোট ছেলে জামদানি কারিগর আনসারুল্লা দক্ষিণ রূপগঞ্জে আক্তার হোসেনের মালিকানাধীন জামদানি কারখানায় কাজ করত।
আনসারুল্লা গ্রামের বাড়ি যেতে তার মালিক আক্তার হোসেনের কাছে ছুটি চাইলে সে ছুটি দেবে না বলে জানায়। পরে আনসারুল্লা তার প্রতিষ্ঠানে কাজ না করার সম্মতি জানালে গত ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের মালিক আক্তার হোসেন তার স্ত্রী চম্পার সহায়তায় জামদানি শ্রমিক আনসারুল্লাকে হাতে ও পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে জামদানি কারখানায় আটকে রেখে নির্যাতন করে।
এদিকে আনসারুল্লার কোনো খোঁজ-খবর না পেয়ে গত ২০ ফেব্রুয়ারির দিন গ্রাম থেকে তার বড় ভাই আনোয়ার দক্ষিণ রূপগঞ্জে ছোট ভাইকে খোঁজ করতে এসে দেখে জামদানি কারখানায় তার ভাইকে আটক রাখা হয়েছে।পরে জামদানি প্রতিষ্ঠানের মালিক আক্তার হোসেনের সঙ্গে কথা বলে তার ভাইকে নিয়ে যেতে চাইলে মালিক জানায় তার জামদানি শাড়ি কাজ শেষ না হওয়া পর্যন্ত আনসারুল্লাকে ছুটি দেওয়া যাবে না এবং বড় ভাই আনোয়ারকে মারধর করে তাড়িয়ে দেয়। সেখানে তিনি ব্যর্থ হয়ে এলাকার মাদবরদের সহায়তা নিতে চাইলে সেখানেও ব্যর্থ হন। পরে ২২ ফেব্রুয়ারি রাতে রূপগঞ্জ থানায় গিয়ে নির্যাতিত শ্রমিকের ভাই আনোয়ার পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশ দক্ষিণ রূপগঞ্জে আক্তার হোসেনের জামদানি কারখানায় গিয়ে শিকল দিয়ে বেধে রাখা অবস্থায় আনসারুল্লাকে উদ্ধার করে। এসময় কারখানার মালিক আক্তার হোসেনকে পুলিশ আটক করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।