মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওবামা নাচলেন ১০৬ বছরের বৃদ্ধার সঙ্গে

 

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে একজন আফ্রো-আমেরিকান প্রেসিডেন্টকে দেখার জন্য সারাটা জীবন অপেক্ষা করেছিলেন ভার্জিনিয়া ম্যাকলরিন। শেষ পর্যন্ত জীবনের পড়ন্ত বেলায় দেখা মিললো সেই আফ্রো-আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা হওয়ার পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়লো ১০৬ বছরের এ বৃদ্ধার কাছে।

obama1456140793

আনন্দের আতিশয্যে হাতের ছড়িটি শুন্যে তুলে নাচতে শুরু করলেন ম্যাকলরিন। আর সেই ভিডিও ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।রোববার রাতে হোয়াইট হাউজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ম্যাকলরিন দুই হাত প্রসারিত করে ওবামাকে স্বাগত জানান। তিনি ওবামাকে বলেন, ‘এটা আমার জন্য বিরাট সম্মান’।

 

কৃষ্ণাঙ্গদের ইতিহাসের মাস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে হোয়াইট হাউজে গিয়েছিলেন ম্যাকলরিন।
আলাপচারিতার একপর্যায়ে ম্যাকলরিনের কাছে ওবামা জানতে চান, সে তার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে দেখা করতে চায় কি না। এতে সানন্দে রাজী হন ম্যাকলরিন। এই বৃদ্ধার বয়স ১০৬ বছর এটা ফার্স্ট লেডি মিশেল কিছুতেই বিশ্বাস করছিলেন না। একপর্যায়ে মিশেল তাকে বলেন, ‘বয়স হলে আমিও ঠিক আপানার মত হতে চাই।’ জবাবে ম্যাকলরিন বলেন, ‘হ্যা, আপনি হতে পারবেন।’

এ জাতীয় আরও খবর