রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র-জনতার অভ্যুত্থান একটি বিরাট ঘটনা: রওনক হাসান

news-image

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেতা রওনক হাসান। ছোটপর্দার পাশাপাশি তিনি বড়পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। আজ (১ সেপ্টেম্বর) তার জন্মদিন। বর্তমান ব্যস্ততা ও বিভিন্ন প্রসঙ্গে কথা হলো এ অভিনেতার সঙ্গে। তার সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান মিথুন।

জাগো নিউজ: শুভ জন্মদিন। কেমন আছেন?
রওনক হাসান: ধন্যবাদ। বেশ ভালো আছি। জন্মদিনেও কাজের মধ্যে ব্যস্ত সময় পার করছি, এজন্য বেশ ভালো লাগছে।

রওনক হাসান: দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে মনটা ভালো নেই। এ কারণে জন্মদিন নিয়ে আলাদা কোনো আয়োজন নেই। তাছাড়া কয়েক মাস ধরে কাজ তেমন হয়নি। তাই শুটিং নিয়ে ব্যস্ত আছি। বন্যার্তদের জন্য শিল্পীদের পক্ষ থেকে কিছু করতে চাই। বন্যাদুর্গত এলাকায় একটি মেডিকেল ক্যাম্প গঠনসহ আরও কিছু করা যায় কি না সে নিয়ে ভাবছি।

ছাত্র-জনতার অভ্যুত্থান একটি বিরাট ঘটনা: রওনক হাসানরওনক হাসান। ছবি: অভিনেতার ফেসবুক

রওনক হাসান: আমার অভিনয় জীবন সার্থক- তা আমি এক কথায় বলতে চাই না। আমি মনে করি, আমি যে মানের অভিনয় করি তা দিয়ে মানুষের মনের মাঝে পৌঁছতে পেরেছি, পরিচিতি লাভ করেছি সেটিই বড় বিষয়। আসলে অভিনয় এমনই একটি মাধ্যম যেখানে কাজ করে নিজেকে সার্থক মনে করা সম্ভব নয়। কারণ অভিনয়ের মান আরও ভালো করা, নিজেকে আরও সুন্দর করে দর্শকদের কাছে উপস্থাপন করা একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

রওনক হাসান: যে কাজটি ভালোবেশে শুরু করেছি, সেটি পেশা হিসেবে নিতে পেরেছি এটি জীবনের বড় অর্জন বলে আমি মনে করি। অভিনয় করেই আমি জীবিকা নির্বাহ করি। এটা করে আমার সংসার চলে। অভিনয়কে পেশা হিসেবে নিতে পারা আমার জীবনের একটি পরম প্রাপ্তি।

রওনক হাসান: অভিনয় ছেড়ে দেব- এমনটি আমি ভাবতে পারি না। গানের পাখি যদি গান না গায় তাহলে বিষয়টি কেমন হয়? অভিনয় ছেড়ে দেওয়ার ব্যাপারটি আমার কাছে মনে হয় জীবনকে থামিয়ে দেওয়া। তবে যদি কোনো কারণে অভিনয় ছেড়ে দেই তাহলে গ্রামের বাড়ি চলে যাব। নিজের মতো করে সময় কাটাব।

 

এ জাতীয় আরও খবর