বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এফডিসির নেতারা এখন কোথায়

news-image

বিনোদন প্রতিবেদক : এফডিসিতে অনুষ্ঠিত একটি আলোচনা সভা থেকে গত বৃহস্পতিবার অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যবহৃত ব্যাগ চুরি হয়েছে। তিনি জানান, তার ব্যাগে দুটি মুঠোফোন, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, ঘরের চাবিসহ অনেক কিছুই ছিল। এ ব্যাপারে রাজধানীর শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত এফডিসির কোন সংগঠনের নেতারা তার খোঁজ নেয়নি। নেওয়া হয়নি কোনও উদ্যোগও।

ক্ষোভ প্রকাশ করে গতকাল শুক্রবার সন্ধ্যায় অরুণা বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ‘আমাদের এফডিসির শ্রদ্ধেয় নেতারা, আপনার কোথায়? আপনাদের সহকর্মীর এত বড় ক্ষতি হয়ে গেল, আপনারা জানার পরও এখনো কেউ আমাকে কল করে জানতে চাননি, আমি কী অবস্থায় আছি? অথচ ভক্ত অনুরাগী, বন্ধুবান্ধব, সাংবাদিক, পরিবারের আত্মীয়স্বজন সবাই খোঁজ নিয়েছেন, এখনো নিচ্ছেন।’

সমিতির নেতাদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘মনের সংকীর্ণতার ওপরে উঠুন, শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ান। মানবতাও ধর্ম। সহমর্মিতা জানালে বড়ই হবেন, ছোট হবেন না।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে অরুণা বিশ্বাস বলেন, ‘যখন ব্যাগটি হারাই, তখন ওখানে অনেক নেতারাই উপস্থিত ছিল। দু’দিন হয়ে গেল, নেতারা কেউ একবারও খোঁজ নিলো না। আমার সংগঠন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইসহ অনেকেই ছিলেন, তারাও খোঁজ নেননি। জিনিসগুলো উদ্ধার হোক বা না হোক, একবার হলেও তো সহকর্মীদের ফোন আমি আশা করতে পারি। তাহলে বুঝতাম, আমার সংগঠন আমার পাশে আছে। শুধু শিল্পী সমিতিই না, অন্য সমিতির নেতারাও কেউ খবর নেয়নি। শিল্পীর বিপদে যদি শিল্পী, কলাকুশলীরা এগিয়ে না আসে, তাহলে সংগঠন দিয়ে লাভ কী?’

এদিকে, এফডিসিতে ঘটে যাওয়া এমন ঘটনায় একাধিক শিল্পী নিরাপত্তায় নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের দাবি, এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণ মানুষের অবাধ যাতায়াত বেড়েছে। সংরক্ষিত এই এলাকায় এখন অনেকে অচেনা মুখের দেখা মেলে। কাদের সহায়তায় এরা এফডিসিতে ঢুকছে- এসব এখন গুরুত্ব দিয়ে তদারকি করা দরকার। না হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আরও ঘটবে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ