শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

news-image

Crime-150x150ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে অবস্থিত সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের এইএসসি পরীক্ষার্থীদের কাছে প্রবেশপত্র বিতরণকালে ৬০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকার একজন অভিভাবক আজ বৃহস্পতিবার (২৭.০৩.১৪) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপি শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। অভিযুক্ত অধ্যক্ষ টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন। 

প্রাপ্ত লিখিত অভিযোগ ও কলেজের একাধিক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, আগামি ৩ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে মোট ৩২৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। কিন্তু অভিযোগ ওঠেছে, গত কয়েকদিন ধরে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছে প্রবেশপত্র বিতরণকালে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করেন। এ নিয়ে স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।

পত্রিকায় নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের একাধিক পরীক্ষার্থী বলেন,‘আমাদেরকে প্রবেশপত্র দেওয়ার সময় পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন খরচের কথা বলে ‘রসিদ ছাড়া’ই কলেজের অধ্যক্ষ স্যার   জনপ্রতি ৬০০ টাকা করে আদায় করেন।’ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেওয়া স্থানীয় অভিভাবক ও শিবপুর ইউপি’র সদস্য শামীম আহমেদ বলেন,‘এ বিষয়ে অধ্যক্ষের কাছে বারবার গিয়েও প্রতিকার না পেয়ে অবশেষে মাননীয় শিকাসামন্ত্রীসহ সব দপ্তরে এর প্রতিকার চেয়ে অভিভাবকদের পক্ষে আবেদন করেছি।’

অভিযুক্ত ওই কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়া অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন,‘টাকা নিয়েছি, এ কথা সত্য। তবে সবাই কিন্তু টাকা দেয়নি। সেন্টার খরচ, অতিথি আপ্যায়ণসহ পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন খরচ মিটানোর জন্যই এ টাকা নেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী দুপুরে অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন,‘অভিযোগ পেয়েই ওই অধ্যক্ষকে জরুরী ভিত্তিতে আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর