শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্ভোধন

nb-1-3-14মহিলাদের জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে  ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্ভোধন করা হয়েছে। ঢাকা পিজি হাসপাতাল থেকে আগত ৮ সদস্যের একটি টিম ১মার্চ থেকে ৪মার্চ পর্যন্ত ৪দিন ব্যাপী সম্পুর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করবেন।



সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু শাহেদ চৌধুরী হাসপাতাল কমপ্লেক্সের নুতন ভবনে এই ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্ভোধন করেন।



এ সময় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা: মো: সাদেক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডা: ফারহানা হোসেন, ডা: শেখ ফাকিহা আম্বিয়া, ডা:তাহমিনা আক্তার সহ সাংবাদিকবৃন্দ। প্রথম দিনেই এই ক্যাম্পের মাধ্যমে প্রায় দেড়’শ মহিলাকে সেবা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর