সুতোয় ঝুলছে বাংলাদেশের ভাগ্য
ক্রীড়া প্রতিবেদক : সুতোয় ঝুলছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য। ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কায় খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় থাকায় কঠোর অবস্থানে গেল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আজ বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে—বাংলাদেশ যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর। এ ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইসিসি।
আজকের সভায় আইসিসির ১৫ জন পরিচালকের উপস্থিতিতে এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিসিবির প্রস্তাবিত ‘ভেন্যু পরিবর্তন’ বা নিরপেক্ষ ভেন্যুর দাবি নাকচ করে দিয়ে অধিকাংশ প্রতিনিধিই বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দেন।
জানা গেছে, একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সব দেশের প্রতিনিধিরাই বিসিবির ভারত বয়কটের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
আইসিসির জানায়, টুর্নামেন্টের সূচি বা ভেন্যু কোনোভাবেই পরিবর্তন সম্ভব নয়। যদি বাংলাদেশ না খেলে, তবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করা হতে পারে।
সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবিকে মাত্র একদিন (২৪ ঘণ্টা) সময় দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে বিসিবিকে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান নিশ্চিত করতে হবে।
আগামীকালকের মধ্যে যদি বিসিবি ভারতে যাওয়ার সম্মতি না দেয়, তবে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের ছাড়াই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ।
যেখান থেকে সংকটের শুরু
আইপিএলের আগে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে রিলিজ দেওয়ার ঘটনা এবং দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ভারতে দল পাঠানোর বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তবে আইসিসি বারংবার আশ্বাস দিয়ে বলেছে যে, ভারতে বাংলাদেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।
এদিকে, সব নজর এখন মিরপুর আর বিসিবি কার্যালয়ের দিকে। সরকারের সবুজ সংকেত পেলে বাংলাদেশ দল ভারতে যাবে, অন্যথায় দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে স্রেফ ‘দর্শক’ হয়ে থাকতে হবে টাইগারদের।











