বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

news-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য এক সূত্র। যার মধ্যে ৭ জন সদস্য (এমইপি বা ইউরোপীয় সংসদ সদস্য) অন্তর্ভুক্ত থাকবেন।

নির্ভরযোগ্য সূত্রমতে, এই ৭ জন এমইপি আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন এবং ইইউর মূল পর্যবেক্ষক মিশনের সহায়তা নিয়ে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এখন সর্বোচ্চ পর্যায়ে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবার সবচেয়ে বড় পরিসরে নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইলেকশন অবজারভেশন মিশন) মোতায়েন করেছে, যা ২০০৮ সালের পর প্রথম পূর্ণাঙ্গ মিশন। এই মিশনের অংশ হিসেবে নির্বাচনের ঠিক আগে ইউরোপীয় পার্লামেন্টের (ইউরোপীয় সংসদ) এই প্রতিনিধি দল আসছে। তারা ঢাকায় নির্বাচনের আগ মুহূর্তের পরিবেশ এবং নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

গেল ২৪ এর প্রেক্ষাপটে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের পক্ষ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানানো হয়।

এই প্রেক্ষাপটে নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইইউ এই রূপান্তরকে সমর্থন করে এবং বাংলাদেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে মিশন মোতায়েন করে। হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) কাজা কালাসের সিদ্ধান্তে মিশনের প্রধান (প্রধান পর্যবেক্ষক) হিসেবে নিয়োগ পান লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস।

এদের কোর টিম (মূল দল): ১১ জন বিশ্লেষক যারা ঢাকা-ভিত্তিক কাজ করছেন। এ ছাড়া গত ১৭ জানুয়ারি থেকে সারা দেশের ৬৪ জেলায় মোতায়েন দীর্ঘমেয়াদি ৫৬ জন পর্যবেক্ষক। তারা নির্বাচনী প্রস্তুতি, প্রচারণা, ভোটার তালিকা যাচাই এবং অন্যান্য প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের ঠিক আগে মাত্র ১ সপ্তাহের জন্য স্বল্পমেয়াদি পর্যবেক্ষক ৯০ জন ইইউ পর্যবেক্ষক আসবেন এবং ভোটগ্রহণের দিন সরাসরি মাঠে থাকবেন।

ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্যের আগমন:
ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের অংশ হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল নির্বাচনের আগে বাংলাদেশে আসবে। ৭ জন সদস্য আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন। এই ৭ জন এমইপি ইইউর মূল পর্যবেক্ষক মিশনের সহায়তা নিয়ে কাজ করবেন। তারা ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ট্যাবুলেশন বা ফলাফল সংকলন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। ঢাকায় তারা প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার ও পররাষ্ট্র উপদেষ্টাসহ কয়েকটি স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচনী পরিবেশের বিভিন্ন দিক (যেমন প্রচারণার স্বাধীনতা, ভোটার দমনের অভিযোগ, মানবাধিকার পরিস্থিতি) গভীরভাবে মূল্যায়ন করবেন। এবং নির্বাচন শেষে প্রাথমিক প্রতিবেদনে অবদান রাখবেন ও পরে চূড়ান্ত প্রতিবেদনে সুপারিশ দেবেন, যা নির্বাচন পরবর্তী কয়েক মাসের মধ্যে প্রকাশিত হবে।

বাংলাদেশের নির্বাচন ঘিরে যা চাইছে ইইউ:
ইইউ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য দেখতে চায়। তারা চায় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হোক, ভোটার টার্নআউট উল্লেখযোগ্য হোক এবং জনগণের আস্থা ফিরে আসুক। ইইউর মতে নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ, কোনো সহিংসতা বা ভোটার দমন ছাড়াই। প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) থাকতে হবে।

যদিও লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য রয়েছে। ইইউ নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপ—ভোটার তালিকা যাচাই, প্রার্থী নিবন্ধন, প্রচারণা, ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা—স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হোক বলে জোর দিচ্ছে। তাদের মতে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজন সব সামাজিক গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত এবং —নারী, ধর্মীয় সংখ্যালঘু, ছোট নৃগোষ্ঠী, আঞ্চলিক গোষ্ঠী সবাই যেন ভোট দিতে পারে। তারা এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকার শক্তিশালী করার একটি ঐতিহাসিক সুযোগ মনে করছে।

ইতোমধ্যে ইইউর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা অর্জন করা। তারা চায় নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ইমেজ পুনরুদ্ধার হোক এবং গণতান্ত্রিক পশ্চাদপসরণ থেকে বেরিয়ে আসা যাক। সারকথা, ইইউ চায় এমন একটি নির্বাচন যাতে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়, আন্তর্জাতিক সম্পর্ক নতুন মাত্রা পায় এবং বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যুগে প্রবেশ করে।

অন্যদিকে ২০০৮ এর পর এ প্রথম তারা পূর্ণাঙ্গ মিশন পাঠানোতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলে কালবেলাকে জানান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা মনে করেন, এবারের নির্বাচন নিয়ে ইইউ এর পদক্ষেপগুলো ভোটারদের আস্থা বৃদ্ধি করবে। রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণে উৎসাহিত করবে। আন্তর্জাতিক বিনিয়োগ, বাণিজ্য (বিশেষ করে ইইউর সঙ্গে) এবং সহায়তা বাড়াতে সাহায্য করবে। মানবাধিকার, আইনের শাসন এবং অংশগ্রহণমূলকতার ওপর জোর দেবে।

এ প্রসঙ্গে সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালবেলাকে বলেন, ইইউর এই পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা ও সমর্থনের সুস্পষ্ট প্রমাণ। ২০০৮ সালের পর এটাই প্রথম এত বড় মিশন, যা নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। আমরা এই মিশনকে স্বাগত জানাই এবং সম্পূর্ণ সহযোগিতা করব।

তিনি আরও যোগ করেন, ইইউর পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে, কারণ এটি দেখাবে যে নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হচ্ছে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংযত আচরণ বাড়বে এবং সহিংসতার সম্ভাবনা কমবে। একইসঙ্গে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতিশ্রুতি প্রমাণ করবে, যা বিদেশি বিনিয়োগ, বাণিজ্যিক সম্পর্ক—বিশেষ করে ইইউর সঙ্গে—এবং সহায়তা বৃদ্ধিতে সাহায্য করবে। আমরা আশা করছি, এই মিশনের মাধ্যমে নির্বাচনের সাফল্য দেশকে নতুন গণতান্ত্রিক যুগে নিয়ে যাবে।

আওয়ামী লীগ বাদে নির্বাচন নিয়ে নীরব কেন ইইউ:
গেল ২৪ প্রক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এতে দলটি প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে পারছে না এবং আসন্ন নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না। তবে দলটির সমর্থকরা রয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলো বেশ আলোচনায় রয়েছে। প্রধান দলগুলো চাইছে আওয়ামী সমর্থকদের ভোট তাদের মার্কায় পড়ুক। এ নিয়ে নানা আলোচনা চললেও ইইউ বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করছে না বা অনেকটাই নীরব নীতি গ্রহণ করেছে।

প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস এ নিয়ে স্পষ্ট করে বলেছেন যে, এটি একটি জটিল রাজনৈতিক বিষয়। তিনি বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বা নিবন্ধন স্থগিতের ইস্যুতে জড়িত রয়েছে জাতীয় পুনর্মিলন এবং ট্রানজিশনাল জাস্টিস এর মতো জটিল প্রশ্ন। এসব বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করবেন না, কারণ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া।

তবে ইজাবস জোর দিয়ে বলেছেন, অবশ্যই আমরা এটির প্রতি নজর রাখব যতক্ষণ এটি নির্বাচন এবং ভোটার টার্নআউটের ওপর প্রভাব ফেলে। অর্থাৎ, দলটির অনুপস্থিতি যদি নির্বাচনের অংশগ্রহণমূলকতা বা বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলে, তাহলে ইইউ মিশন তা পর্যবেক্ষণ করে প্রতিবেদনে উল্লেখ করবে।

ইইউ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়েছে কিনা এ মূল্যায়নের ক্ষেত্রে সামাজিক গোষ্ঠী (নারী, সংখ্যালঘু, নৃগোষ্ঠী ইত্যাদি) অংশ নিয়েছে কিনা লক্ষ্য রাখবে। তবে রাজনৈতিক দলের নিবন্ধন বা নিষিদ্ধকরণের মতো সেনসিটিভ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ না করে শুধু নির্বাচনী প্রক্রিয়ার ওপর প্রভাব দেখবে।

এ নিয়ে আরেক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ইইউ শুরু থেকেই সরকারকে সমর্থন দিয়েছে। সংস্কার ও গণতন্ত্রের জন্য ইইউর সমর্থন অব্যাহত রয়েছে জানিয়ে সরকারের এক কর্মকর্তা জানায়, ইইউ আওয়ামী লীগ প্রসঙ্গে শুরুতে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না জানানো হয়।

তবে এই নির্বাচনে অংশ নিতে না পারলেও পরবর্তী নির্বাচিত সরকার যদি চায় আওয়ামী লীগের কার্যক্রম স্বাভাবিক করতে তাহলে সেটি তারা করতে পারে এমনটা ইইউকে জানানো হয়েছে। তাই বর্তমানের এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ইইউ প্রকাশ্যে কিছু বলছে না তারা তাদের অনুপস্থিতি মেনে নিয়েছে। এ ছাড়া অন্যান্য বিষয়গুলো ইইউ অবশ্যই মূল্যায়ন করবে।