৩২৫ নির্বাচনী কেন্দ্রে বিদ্যুৎ নেই
ব্যবস্থা গ্রহণে ইসির চিঠি
লুৎফর রহমান কাকন
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সারাদেশে ৩০০ নির্বাচনী আসনের বিভিন্ন সংসদীয় আসনের কেন্দ্রগুলোর মধ্যে অন্তত ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে এসব কেন্দ্রে ঠিকমতো ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে নির্বাচন কমিশন থেকে ভোট কেন্দ্রগুলোয় বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চিঠি দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ন কবির স্বাক্ষতি চিঠিতে দেশের বিভিন্ন জেলার ৩২৫টি ভোট কেন্দ্রের তালিকা সংযুক্ত করে দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনা, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ কী ব্যবস্থা গ্রহণ করেছেÑ জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন আমাদের সময়কে বলেন, নির্বাচনের ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ থাকা অত্যন্ত জরুরি। সারাদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মধ্যে দুটি কোম্পানি বাদে বাকি চারটি কোম্পানির অধীনে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকার বিষয়ে নির্বাচন কমিশন আমাদের অবহিত করেছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। তিনি বলেন, এরই মধ্যে আমরা সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছি। কিছু কেন্দ্রে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ হয়েছে। আশা করছি বাকি কেন্দ্রগুলোর মধ্যে যেখানে সম্ভব সেখানে নির্বাচনের আগে বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে।
নির্বাচন কমিশন থেকে পাঠানো বিদ্যুৎহীন ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-৩ এর দুটি কেন্দ্রে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নির্বাচনী এলাকা ১৬ লালমনিরহাট-১ আসনের ছয়টি কেন্দ্রে। নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের দুটি কেন্দ্রে, কুড়িগ্রাম জেলার নির্বাচনী আসনগুলোতে। কুড়িগ্রাম-১ আসনে চারটি কেন্দ্র, কুড়িগ্রাম-৩ আসনে ২১টি কেন্দ্রে, কুড়িগ্রাম-৪ আসনে সাতটি কেন্দ্রে। গাইবান্ধা জেলার গাইবান্ধ-২ আসনের একটি কেন্দ্রে, গাইবান্ধা-৫ আসনে ১০টি কেন্দ্রে। চাঁপাইবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের একটি কেন্দ্রে, এ ছাড়া ২ ও ৩ আসনে পাঁচটি কেন্দ্রে। রাজশাহী জেলার রাজশাহী-১ নির্বাচনী আসনে পাঁচটি কেন্দ্রে, রাজশাহী-৩ আসনের দুটি কেন্দ্রে, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ-১ আসনের আটটি কেন্দ্রে, সিরাজগঞ্জ-৫ আসনের ১০টি কেন্দ্রে। এ ছাড়া বাগেরহাট-২ আসনের একটি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। আরও রয়েছে খুলনা-২ আসনের দুটি, খুলনা-৬ আসনে তিনটি, বরগুনা-১ আসনে দুটি কেন্দ্রে। ভোলা জেলার ভোলা-২ আসনে দুটি কেন্দ্রে, ভোলা-৩ আসনে একটি কেন্দ্রে। এ ছাড়া ভোলার মনপুরা উপজেলার ভোলা-৪ আসনে ২৭টি কেন্দ্রে বিদ্যুৎ নেই। বরিশাল-৫ আসনে একটি কেন্দ্রে, টাঙ্গাইল-২ আসনে তিনটি কেন্দ্রে, টাঙ্গাইল-৪ আসনে দুটি কেন্দ্রে, টাঙ্গাইল-৬, ৮ আসনে চারটি কেন্দ্রে। জামালপুর-১, ২ আসনের তিনটি কেন্দ্রে। ময়মনিসিংহ-৩ আসনের তিনটি কেন্দ্রে, কিশোরগঞ্জের আসনগুলোতে চারটি কেন্দ্রে বিদ্যুৎ নেই। মানিকগঞ্জ-১, ২ আসনের ৯টি কেন্দ্রে, ঢাকার আসনগুলোর মধ্যে ঢাকা-১১, ১৯ আসনের সাতটি কেন্দ্রে, গাজীপুর-১ আসনের দুটি কেন্দ্রে, নরসিংদী-২ আসনের একটি কেন্দ্রে, ফরিদপুরের ২, ৪ আসনের আটটি কেন্দ্রে, মাদারীপুর-১ আসনের একটি কেন্দ্রে। এ ছাড়া শরীয়তপুরের নির্বাচনী আসনগুলোর সাতটি, সুনামগঞ্জ জেলার আসনগুলোর তিনটি কেন্দ্রে, চাঁদপুরের একটি, নোয়াখালীর সাতটি কেন্দ্রে, লক্ষ্মীপুরের দুটি, চট্টগ্রামের তিনটি, কক্সবাজারের পাঁচটি, খাগড়াছড়ি জেলার আসনগুলোর ২২টি কেন্দ্রে। রাঙামাটির ৫২টি কেন্দ্রে বিদ্যুৎ নেই। বান্দরবন জেলার আসনগুলোর মধ্যে ৫০টি কেন্দ্রে বিদ্যুৎ নেই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমাদের সময়কে বলেন, ৩২৫ কেন্দ্রের অনেকগুলোয় বিদ্যুৎ সংযোগ সম্ভব হলেও অনেকগুলোতেই সম্ভব হবে না। সেখানে জেনারেটর বা বিকল্প প্রক্রিয়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিতে হবে। একজন কর্মকর্তা বলেন, বিশেষ করে মনপুরা এলাকায় একটি সোলার মিনিগ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সেখানে দুটি ইউনিয়নে মিনিগ্রিডটি বন্ধ থাকায় প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এখন বিদ্যুৎ বিভাগ নির্দেশ দিলেই নির্বাচনের আগে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে কিনা, সেটা নিশ্চিত বলা যায় না। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এলাকার অনেক জায়গা গ্রিডের বাইরে। ওই সব কেন্দ্রেও বিদ্যুৎ সংযোগ দেওয়া কঠিন হবে। এ কর্মকর্তা বলেন, তবে সরকার চাইলে বিকল্প পদ্ধতিতে বিশেষ করে জেনারেটর বা সোলার বসিয়ে বিদ্যুৎতের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।











