সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী
ক্রীড়া প্রতিবেদক : ফাইনালে উঠার লড়াই যে রকম জমজমাট হওয়ার কথা ছিল, সে রকম হয়নি। এক পেশে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ১২ রানে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। রাজশাহী ৯ উইকেটে করা ১৬৫ রানের জবাব দিতে নেমে সিলেট করে ৮ উইকেটে ১৫৩ রান।
শুক্রবার ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনাল খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্লে অফের প্রথম দুই ম্যাচে টস জেতা দল ফিল্ডিং বেছে নিয়েছিল। প্রতিপক্ষকে অল্প রানে আটকে রেখে জয়ীও হয়েছিল তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারেও টস জিতে সিলেট টাইটান্স যথারীতি ফিল্ডিং বেছে নেয়। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেয়া সিদ্ধান্ত এবার বুমেরাং হওয়ার মতো শুরু করেছিলেন রাজশাহীর দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম।
ব্যাটিং পাওয়ার প্লেতেই রান আসে ১ উইকেটে ৬১। আক্রমণের শুরুটা করেছিলেন প্রথমে শাহিবজাদা ফারহান। ২১ বোলে ১ ছক্কা ও চারে ২৬ রান করে সালমান ইরশাদের শিকার হন। তিনি আউট হওয়ার পর তানজিদ তামিম আক্রমণাত্মক হয়ে উঠেন। মঈন আলীর এক ওভারে ৩ ছক্কায় ১৮ রান তুলে নেন। দুই ওপেনারের বেধড়ক পিটুনিতে অধিনায়ক মিরাজ পাওয়ার প্লেতেই ৫ জন বোলার ব্যবহার করেন। কিন্তু কেউই রানের গতি আটকাতে পারেননি।
রাজশাহীর রানের গতি মন্থর হয়ে আসে পাওয়ার প্লের পরপরই, তানজিদ তামিম ১৫ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩২ রান করে নাসুমের বলে বিলিংসের হাতে ধরা পড়ার পর। পাওয়ার প্লের এমন সূচনার পর যেখানে তাদের দলীয় সংগ্রহ ২০০ ছাড়িয়ে না গেলেও কাছাকাছি হওয়ার কথা, সেখানে তারা পরের ১৪ ওভারে যোগ করে ৬ উইকেট ১০৫ রান। ওভার প্রতি ৭.৫ করে। পাওয়ার প্লেতে সিলেটের বোলাররা রান নিয়ন্ত্রণ করতে না পারলেও পরে তারা নিয়ন্ত্রিত বোলিং শুরু করেন।
বিশেষ করে দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। দুই জনের ঘূর্ণিতে একসময় যেখানে রাজশাহীর রান ছিল ১ উইকেটে ৬২, সেখানে তাদের রান পরিণত হয় ৫ উইকেটে ৮০। ৪.১ ওভারে ১৮ রানে হারায় ৪ উইকেট। যেখানে মিরাজ পরপর দুই বলে আউট করেন অধিনায়ক নাজমুল (৭) ও মুশফিকুর রহিমকে (০)। এ সময় রাজশাহীর দুই নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন ও জিমি নিশাম ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি।
সকালে বাংলাদেশে এসে সন্ধ্যায়ই ব্যাট করতে নামা কেন উইলিয়ামসন ৩৮ বলে ২ ছক্কা ও ১ চারে ৪৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আগ্রাসী ব্যাটিং করেন জিমি নিশাম। আগের ৫ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর এই ম্যাচে ২৬ বলে ২ ছক্কা ও ৪ চারে ৪৪ রান করে ওকসের বলে আরিফুলের হাতে ধরা পড়েন। সালমান ইরশাদ নিয়ন্ত্রিত বোলিং করে ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। কৃপন বোলিং নাসুম ৪ ওভারে ২০ রানে ও মিরাজ ৪ ওভারে ২৩ রানে ২টি করে উইকেট নেন।
সিলেটের শুরুটা ছিল ভীবিষীকাময়। আউট হওয়া প্রথম দুই ব্যাটার কোনো রানই করতে পারেননি। তৌফিক খান তুষারের পরিবর্তে খেলতে নামা জাকির ও ওয়ান ডাউনে নামা আরিফুল ইসলামকে আউট করেন বিনুরা ফার্নান্দো তার পরপর দুই ওভারে।
দলের এই বিপর্যয়ে হাল ধরেন টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার ওপেনার পারভেজ হোসেন ইমন ও ইংল্যান্ডের স্যাম বিলিংস। দুই জনে তৃতীয় উইকেট জুটিতে ৭.৫ ওভারে ৬৯ রান যোগ করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৩৪ বলে ২ ছক্কা ও চারে ৪৮ রান করে পারভেজ রানআউট হলে ভেঙে যায় জুটি।
এই জুটি ভেঙে যাওয়ার পর আবার সিলেটের বিপর্যয় নেমে আসে মঈন আলী ৭ ও বিলিংস ২৮ বলে ১ ছক্কা ও চারে ৩৭ রান করে আউট হয়ে গেলে। আফিফ ও মিরাজ জুটি গড়ে ১৯ বলে ১৯ রান করে দলের প্রয়োজনীয় রান রেট বাড়িয়ে দেন।
আফিফ অবশ্য মেরে খেলে ১২ বলে ১ ছক্কা ও ২ চারে ২১ রান করে আউট হলেও অধিনায়ক মিরাজের ধীর গতির ব্যাটিং দলের জন্য বিপদের কারণ হয়ে উঠে। ১২ বলে ৯ রান করেন তিনি। ১টি করে চার ও ছয় মেরে ১০ বলে অপরাজিত ১৫ রান করে ক্রিস ওকস চেষ্টা করেছিলেন। কিন্তু সম্ভব হয়নি। বিনুরা ফার্নান্ডো ১৯ রানে ৪ উইকেট নেন।











