বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা নাগরিক ঐক্যের

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মাহমদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আজ বুধবার এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।

এর আগে বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। নাগরিক ঐক্য ও জেএসডি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল।

জানা গেছে, মান্না বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করেন। তবে কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি।

এর আগে গত সোমবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর