বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের প্রার্থী দুই বেয়াই

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সম্পর্কে তারা বেয়াই হন।

ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। আর মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। অমিতাভ পেশায় ব্যবসায়ী, রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা কম। তবে নিপুণ রায় সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

 

এ জাতীয় আরও খবর