বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে যে দল

news-image

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—আগামী মাসে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, অন্যথায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিতে হবে। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনই কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল, বাংলাদেশের ম্যাচগুলো যেন টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। তবে এই প্রস্তাব নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা এখনো অচলাবস্থায় রয়ে গেছে।

এই ইস্যুতে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হলেও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। তবে আইসিসি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যদিও আইসিসির পক্ষ থেকে প্রকাশ্যে কিছু বলা হয়নি, ক্রিকেটবিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ক্রিকইনফোসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ভারতে খেলার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ড।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসরে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

বিকল্প হিসেবে বিসিবি আইসিসির কাছে আরও একটি প্রস্তাব দেয়। বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হয়। তবে এই প্রস্তাবও আইসিসির কাছ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পায়নি।

এদিকে মাঠের বাইরের নানা ঘটনায় বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও উত্তেজনার রেশ পড়েছে। চলতি বছরের ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি করে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়ছে। ২০২৪ সালে ঢাকায় গণ-অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ঘটে।

এরই ধারাবাহিকতায় গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘অবিরাম বৈরিতা’ চলছে বলে মন্তব্য করে, যা কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনার জন্ম দেয়। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সহিংসতার মাত্রা নিয়ে ভারত বাস্তবতার চেয়ে অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছে।

সব মিলিয়ে রাজনৈতিক, কূটনৈতিক ও ক্রীড়া ক্ষেত্রের জটিল প্রেক্ষাপটে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির সিদ্ধান্তই নির্ধারণ করবে—বিশ্বমঞ্চে বাংলাদেশের উপস্থিতি থাকবে, নাকি জায়গা করে নেবে অন্য কোনো দল।

এ জাতীয় আরও খবর