বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগকে ভিত্তি করে পিসিবি আইসিসিকে একটি চিঠিতে জানিয়েছে, বাংলাদেশ যদি চায় তবে পাকিস্তান তাদের সব ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আইসিসি বোর্ড আজ বুধবার বৈঠক করে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, যার মধ্যে রয়েছে দলের ভারত ভ্রমণের বিষয়ও। বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে আয়োজন হওয়ার কথা ছিল, যেখানে প্রথম তিনটি কলকাতায় এবং শেষটি মুম্বাইয়ে খেলতে হবে।

তবে বাংলাদেশ সরকার ও বিসিবি দৃঢ় অবস্থানে থেকে তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।

এক পিসিবি সূত্র জানায়, ‘বাংলাদেশ বোর্ডের দাবিটি যৌক্তিক এবং তা গ্রহণ করা উচিত। যদি শ্রীলংকায় ম্যাচ স্থানান্তরের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, পাকিস্তান তাদের সব খেলা আয়োজনের জন্য প্রস্তুত।’

আইসিসি ও বিসিবির মধ্যে এই বিষয়ে একাধিক আলোচনা হয়েছে, যার মধ্যে ঢাকায় গত সপ্তাহে একটি বৈঠকও অন্তর্ভুক্ত। কিন্তু কোনো পক্ষই তাদের অবস্থান পরিবর্তন করেনি। আইসিসি প্রতিযোগিতা নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের ওপর জোর দিয়েছে, কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে যে তারা ভারতে দল পাঠাতে পারবে না।

পিসিবি এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তবে বোর্ড সূত্র জানিয়েছে যে বাংলাদেশ সরকার আইসিসিতে সমর্থনের জন্য পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছিল।

পাকিস্তান ২০২৭ সাল পর্যন্ত বিসিসিআই ও আইসিসির সঙ্গে হাইব্রিড মডেলের আওতায় শ্রীলংকায় তাদের সব ম্যাচ খেলবে।

এর আগে বাংলাদেশ সংক্রান্ত সংকট শুরু হয় যখন কলকাতা নাইট রাইডার্স বিসিবির পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়, যা বিসিসিআই-এর নির্দেশনার পরে ঘটে। এরপর বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে যে তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না।

 

এ জাতীয় আরও খবর