বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

news-image

অনলাইন ডেস্ক : জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আন্দোলন-সংগ্রামে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা রয়েছে। টেকনিক্যাল কারণে ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী আন্দোলনের সম্মানে তাদের নায়েবে আমির ফয়জুল করীমের আসনে আমরা প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করবেন।

জানা গেছে, বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল সেখানে সামনের কাতারে ছিল ইসলামী আন্দোলন। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দল গত প্রায় এক বছর যুগপৎ আন্দোলন করেছে।

 

এ জাতীয় আরও খবর